গঙ্গাচড়া উপজেলায় পল্লী বিদ্যুতের ভেলকিবাজি, নির্ঘুম রাত কাটাচ্ছে সাধারণ মানুষ

সফিয়ার রহমান কাজল,গংগাচড়া(রংপুর)-

গত কয়েকদিন ধরে তাপমাত্রা বেড়েছে দেশের উত্তরের জেলা রংপুরের গঙ্গাচড়া উপজেলায়। সেই সাথে বেড়েছে পল্লী বিদ্যুৎতের লোডশেডিং নামক আসা-যাওয়ার খেলা। বিদ্যুৎতের তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে অসহনীয় যন্ত্রনা ভোগ করলেও রহস্যজনক কারণে এর পরিত্রাণ মিলছে না। কেন মিলছে না, এর সদুত্তর হয়তো পল্লী বিদ্যুৎতের সংশ্লিষ্ট ব্যক্তিরাই ভালো বলতে পারবেন। এটা কি নাগরিক সেবা প্রতিষ্ঠান, নাকি যন্ত্রণাদায়ক প্রতিষ্ঠান? সেটাই এখন মানুষের কাছে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। একদিকে দিনের বেলায় অসহ্য গরম, অন্যদিকে সারাদিনের কর্মব্যস্ততার পর ঘরে ফিরে বিদ্যুৎতের লোডশেডিংয়ে জন-জীবন বিপর্যস্থ হচ্ছে, শুধু তাই নয় সন্ধ্যা থেকে শুরু হয়ে চলে মধ্য রাত পর্যন্ত বিদ্যুৎতের অসহ্য ভেলকিবাজি। কোথাও যেন মিলছে না স্বস্তি। যাদের সামর্থ্য আছে, তাদের অনেকেই এই যন্ত্রণা থেকে স্বস্তি পেতে জেনারেটর সার্ভিস বা আইপিএস ব্যবহার করছেন, কিন্তু সাধারণ মানুষের ধৈর্য্যের বাঁধ ভেঙ্গে যাচ্ছে। সাধারণ মানুষেরা বলেন, উপজেলার বিভিন্ন জায়গায় পল্লী বিদ্যুৎতের এই অসহ্য যন্ত্রণাদায়ক সেবার কারণে জনরোষের সৃষ্টি হচ্ছে, একটি প্রশ্নের উত্তর মেলে না, সেটি হলো- সারা দিনের বেশির ভাগ সময়, এমনকি অনেক ক্ষেত্রে সারা রাতও বিদ্যুৎ থাকে না, তারপরও মাস শেষে বিদ্যুৎ বিলে এর বিন্দুমাত্র প্রভাব নেই। এমনকি ভুয়া বিলের যন্ত্রণাও পোহাতে হয় অনেককে। সাধারণ মানুষের ধারণা, এর সাথে যুক্ত আছে পল্লী বিদ্যুৎতের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারী। যারা তাদের অবৈধ কর্মকান্ডের মাধ্যমে পল্লী বিদ্যুৎ অফিসকে একটি দুর্নীতির আখড়ায় পরিণত করে তুলেছেন, আর তাদের দুর্নীতি ও অপকর্মের খেশারত দিতে দিচ্ছে সাধারণ মানুষকে। প্রতিনিয়ত নির্ঘুম রাত কাটাচ্ছে অধিকাংশ সাধারণ মানুষ। শিশু থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত বিদ্যুৎতের এই যন্ত্রণার কারণে সুস্থ্য মানুষও অসুস্থ্য হয়ে পড়ছে। শুধু তাই নয়, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বিকল হচ্ছে নিত্য ব্যবহার্য ইলেকট্রনিক যন্ত্রপাতি। এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। পল্লী বিদ্যুৎ ২ গঙ্গাচড়ার ডিজিএম এর সাথে ফোনে কথা হলে তিনি জানান, "সেচের কারনে, ঢাকার অফিসের কারনে, বিদ্যুৎতের তারে গাছের ডালপালা ভেঙ্গে পরার কারনে বিদ্যুৎ থাকছে না"।

পুরোনো সংবাদ

রংপুর 1823258182227955990

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item