বঙ্গবন্ধু ছিলেন মুক্তির প্রতীক-স্পীকার

মামুনুর রশিদ মেরাজুলঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তির প্রতীক উল্লেখ করে জাতীয় সংসদের স্পীকার ও স্থানীয় এমপি ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশকে পরাধীনতার শিকলে আবদ্ধ রাখতে একটি গোষ্ঠী বরাবরই ষড়যন্ত্র করছে। ৭১ এর মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর সঠিক নেতৃত্বের কারণেই এই গোষ্ঠীর পূর্বসুরিরা বাংলার স্বাধীনতা যুদ্ধে ঘোর বিরোধীতা করলেও তারা সফল হতে পারেনি। আজ আমরা বিশ্ব দরবারে আত্ম মর্যাদাশীল জাতি হিসেবে মাথা উচু করে দাঁড়াতে পারছি। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলা অটিরিয়াম হলে উপজেলা আ’লীগ আয়োজিত ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই কথা বলেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু দেশের জন্য সপরিবারে জীবন দিয়েছেন। তার ঋণ আমরা কোন দিন শোধ করতে পারবো না। তাই ১৫ আগষ্টে জাতির পিতার মহান আদর্শ, আপোষহীনতা, অসীম সাহসকে আসুন সবাই শ্রদ্ধা জানাই। তার স্বপ্নের বাংলাদেশ গড়ে আমাদেরকে রক্তের ঋণ শোধ করতে হবে। অনুষ্ঠানে উপজেলা আ’লীগের সভাপতি সাইফুল নেওয়াজ শাকিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের যুগ্ম সচিব জাহাঙ্গীর আলম বুলবুল, রংপুর জেলা প্রশাসক এনামুল হাবীব, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. ছাফিয়া খানম, জেলা আ’লী সভাপতি ও সম্পাদক মমতাজ উদ্দিন, এ্যাড. রেজাউল করিম, জেলা ছাত্রলীগৈর সভাপতি মেহেদী হাসান রনিসহ আরও অনেকে। অনুষ্ঠানটি পীরগঞ্জ পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম সঞ্চালন করেন। এতে উপজেলার ১৫টি ইউনিয়নের ওয়ার্ড ও পৌর আ’লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

রংপুর 4875110056486174270

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item