পাগলাপীরে অগ্নিকান্ডে ৯ টি দোকানঘর পুড়ে ছাই

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
রংপুরের পাগলাপীরের ঐতিহ্যবাহী শিবেরহাটে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৯ টি দোকান ঘরের মালামাল আসবাবপত্র ও নগদ অর্থ আগুনে পুড়ে ছাই হয়েছে। এতে ক্ষতিরস্বীকার হয়েছেন ৭ ব্যবসায়ী অর্ধকোটি টাকার। গতকাল সোমবার ভোরে এ অগ্নিকান্ড ঘটনাটি ঘটেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলেন হাবিব মাইক সার্ভিস ও ডেকোরেটরের মালিক মোঃ হাবিবুর রহমান, নবযুগ ফামের্সীর মালিক পুষ্প, নবযুগ টেইলার্সের মালিক অজিত,ডাঃ মোঃ মনসুর আলীর চেম্বার, কানাই ও আব্দুল মজিত। তবে এদের মধ্যে কানাই ও অজিত ব্যাপক ক্ষতির স্বীকার হয়েছেন। তবে অগ্নিপাতের সূত্রপাত কি করে ঘটলো এলাকাবাসীরা ভিন্নমত প্রকাশ করছে। কেউ কেউ বলছেন, দোকান ঘরের উপর দিয়ে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পোল রয়েছে সেখান থেকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে দেওয়া হয়েছে সংযোগ। তাই অনেকের ধারনা লুজ কানেকশনের কারনে আগুনের ঝুরি থেকে এ অগ্নিপাতের সৃষ্টি হয়েছে।

পুরোনো সংবাদ

রংপুর 5928850899140405361

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item