খলেয়ায় জাতীয় পার্টির মাসিক সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ফারুক মিয়াকে অবাঞ্চিত ঘোষনা

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
জাতীয় পার্টির রংপুর সদর উপজেলার ৫নং খলেয়া ইউনিয়ন শাখার এক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ০২ আগষ্ট ২০১৮ রোজ বৃহস্পতিবার বিকাল ৪টায় খলেয়া গঞ্জিপুর বাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় উক্ত মাসিক সভা। জাতীয় পার্টির খলেয়া ইউনিয়ন সভাপতি মোঃ আশিকুর রহমান আলকাছ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মেম্বারের সঞ্চালনায় অনুষ্ঠিত মাসিক সভায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মোতাব মিয়া, সহ-সভাপতি বীরেন্দ্র নাথ সরকার (প্রভাষক), ১নং ওয়ার্ডের সভাপতি শহিদুল ইসলাম মেম্বার, সাধারন সম্পাদক ফরিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সামছুজ্জামান মিলন, ২নং ওয়ার্ডের সভাপতি বাবু অধীর চন্দ্র সরকার, সাধারন সম্পাদক আব্দুর ছাত্তার মাষ্টার, সাংগঠনিক সম্পাদক ছামিউল ইসলাম, ৩নং ওয়ার্ডের সভাপতি মাসুদ রানা, সাধারন সম্পাদক আবু হাসান, সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, ৪নং ওয়ার্ডের সভাপতি আব্দুল হামিদ, সাধারন সম্পাদক নবদ্বীপ চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক বিধান চন্দ্র মহন্ত, ৫নং ওয়ার্ডের সভাপতি জাহের আলী, সাধারন সম্পাদক ফরিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ মেম্বার, ৬নং ওয়ার্ডের সভাপতি লায়েকুজ্জামান লাল মিয়া, সাধারন সম্পাদক ছায়েদুল ইসলাম টেক্কা, সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, সহ-সভাপতি আশরাফ আলী মেম্বার, ৭নং ওয়ার্ডের সভাপতি মশিউর রহমান যাদু মেম্বার, সাধারন সম্পাদক অমূল্য চন্দ্র মহন্ত, সাংগঠনিক সম্পাদক প্রদীপ চন্দ্র সরকার, ৮নং ওয়ার্ডের সভাপতি হামিদুল মেম্বার, সাধারন সম্পাদক মুরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক হারুন-অর রশিদ, ৯নং ওয়ার্ডের সভাপতি লিটন মিয়া, সাধারন সম্পাদক রোকনুজ্জামান রুমন, সাংগঠনিক সম্পাদক উজ্জল শাহ্ সহ কার্যনির্বাহী কমিটির ৫১ সদস্যের ৪১ জন সদস্য বক্তব্য রাখেন। সভায় আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মননীত প্রার্থী লাঙ্গল প্রতীককে বিপুল ভোটে জয়লাভ করার প্রত্যাশায় ও দলকে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয় এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সদ্যঘোর্ষিত কমিটির সভাপতি ফারুক মিয়াকে অবাঞ্চিত ঘোষনা করা হয়েছে। ফারুক মিয়াকে দল হতে অবাঞ্চিত ঘোষনার যুক্তি তুলে  দলের ইউনিয়ন সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মেম্বার লিখিত বক্তব্যে বলেন আমাদের দলে ফারুক মিয়া একটি অশুভ শক্তি উদয় হয়েছে। উনি প্রথমে জামায়েত করত, পরে বিএনপিতে যোগ দেয়। তারপর ২০০৮ সালে উপজেলা নির্বাচন ঘোষনা করলে জাতীয় পার্টির সদস্য হন। নতুন লোক হিসেবে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসাইন মুহাম্মদ এরশাদ তাকে মনোন্নয়ন না দিয়ে দলের হয়ে কাজ করতে বললে তিনি জাতীয় পর্টি ছেড়ে আবার বিএনপি যান। ২০১৬ সালে ইউপি নির্বাচন ঘোষানা হওয়ার পর ধর-পাকর গ্রেপ্তারের বিএনপি থেকে আবার জাতীয় পার্টিতে যোগ দেয়। পার্টিতে যোগ দেওয়ার ২ বছর পার হলেও এ পর্যন্ত দলের হয়ে কোন প্রকার কাজ করলে তাকে পাওয়া যায় নি। এমনকি ইউনিয়নের নেতাকর্মীর সাথে তার কোন প্রকার যোগাযোগ নাই। এমবস্থায় গত ১১/০৭/২০১৮ইং তারিখে ফারুক মিয়ার খলেয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হিসেবে স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে। যাহা আমরা কেহই জানি না, দলীয় গঠনপ্রণালি কিংবা গঠন তন্ত্র না মেনে এই সুযোগ সন্ধানের বসন্তের কোকিল বার বার দল পরিবর্তনকারী ফারুক মিয়া পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চাওয়ার কারনে খলেয়া ইউনিয়ন জাতীয় পার্টির সকল নেতাকর্মীবৃন্দ তাকে ধিক্কার ও চরম  প্রতিবাদ জানিয়েছেন এবং খলেয়া ইউনিয়ন জাতীয় পার্টি থেকে তাকে অবাঞ্চিত ঘোষনা করা হল। সভাপতি মোঃ আশিকুর রহমান আলকাছ বলেন যে দল পরিবর্তনকারী মোঃ ফারুক মিয়া আমাদের দলে এসে জাতীয় পার্টিকে দুই ভাগে ভাগ করার ষড়যন্ত্র করছে। তাই দলীয় নেতাকর্মী আপনারা সজাগ থাকবেন সামনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন, উক্ত নির্বাচনকে সামনে রেখে ফারুক মিয়া যেন আমাদের দলের কোন ক্ষতি করতে না পারে সে দিকে নজর রাখতে হবে। আর ক্ষতি করার চেষ্টা করলে তাকে দাতভাঙ্গা জবাব দেওয়া হইবে। 

পুরোনো সংবাদ

রংপুর 6103774692476085994

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item