বিপিডিএ’র রংপুর বিভাগীয় কমিটির পরিচিতি অনুষ্ঠানে মহাসচিব ডাঃ তুহিন বেতন নয়, স্বীকৃতি চাই

মামুনুর রশিদ মেরাজুল পীরগঞ্জ (রংপুর )প্রতিনিধি-
বেতন নয়, সরকারীভাবে স্বীকৃতি দাবী জানিয়ে বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এসোসিয়েশনের (বিপিডিএ) কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডাঃ রাকিবুল ইসলাম তুহিন বলেছেন, গ্রামীন জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্য সেবা প্রদানের জন্য আমরা চিকিৎসা দিয়ে যাচ্ছি। সরকারীভাবে আমাদেরকে দক্ষতাবৃদ্ধির প্রশিক্ষণ প্রদান করা হলে আরও সুনিপুনভাবে স্বাস্থ্যসেবা দিতে পারবো। এখন সরকারীভাবে আমরা পরিচয় দিতে পারি না। আমরা মর্যাদা চাই। শুক্রবার দুপুরে রংপুর মহানগরীর তিলোত্তমা হোটেলের কনফারেন্স রুমে বিপিডিএ’র রংপুর বিভাগীয় আহ্বায়ক কমিটির পরিচিতি ও সাংগঠনিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই কথা বলেন। তিনি আরও বলেন, আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্বপ্নের বাংলাদেশ বিনির্মানে সরকারের পাশাপাশি আমরাও গরীব-দুঃখী-মেহনতি মানুষের জন্য আমরা রাতদিন স্বাস্থ্যসেবা দিচ্ছি। এ সময় প্রধান অতিথি উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, আমরা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয় থেকে রেজিষ্ট্রেশন প্রাপ্ত সংগঠন। আমাদের গভঃ রেজিঃ নং- ৩৪৪।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন বিপিডিএ’র উপদেষ্টা ও সাপ্তাহিক সমকালীন বার্তার সম্পাদক ও প্রকাশক গোলাম কবির বিলু। এতে ডাঃ আমিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ক্রাইম ভিশন২৪.কম’র রংপুর ব্যুরো চীফ মামুনুর রশিদ মেরাজুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নীলফামারী জেলার সদর উপজেলার আহ্বায়ক ডাঃ আহসানুল বারি টিটুল, নীলফামারীর ডিমলা উপজেলার আহ্বায়ক মাসুদ রানা ও যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, নীলফামারীর সদর আহ্বায়ক ডাঃ তবারক আলী, রংপুরের পীরগঞ্জ উপজেলার সংগঠক অনোয়ার সাজ্জাদ, পীরগাছা উপজেলার আহ্বায়ক ডাঃ মজনু এলাহী, গংগাচড়া উপজেলার আহ্বায়ক ডাঃ মিজানুর রহমান, রংপুর সদর উপজেলার সংগঠক ডাঃ রুহুল আমিন, কাউনিয়া উপজেলার আহ্বায়ক ডাঃ হাবিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রংপুরের বদরগঞ্জ উপজেলার ডাঃ রুহুল আমিন এবং গীতা পাঠ করেন নীলফামারীর ডিমলা উপজেলার ডাঃ বিকাশ চন্দ্র রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নীলফামারীর ডিমলা উপজেলার যুগ্ম আহ্বায়ক ডাঃ মোঃ আনোয়ার হোসেন। এ সময় বিপিডিএ’র সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিপিডিএ’র মহাসচিব ও অনুষ্ঠানের সভাপতি। অনুষ্ঠানে রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের বিপিডিএ’র আহ্বায়ক কমিটির প্রতিনিধিদেরকে শপথ বাক্য পাঠ করানো হয়। কুড়িগ্রাম জেলার আহ্বায়ক বি.আর সরকার বিপিডিএ কে নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন।
রংপুর বিভাগের প্যারামেডিকেল ডাক্তারদের ২ শতাধিক প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 1956549069703645423

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item