হরিপুরের কাঁঠালডাঙ্গীবাজারের পশ্চিম চৌরঙ্গী সড়ক বৃষ্টি হলেই হাঁটু জল

জে.ইতি হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

পানি নিষ্কাশনের আছে ব্যবস্তা। পদক্ষেপ নেইনি কেউ। রাস্তার পাশে পানি নিষ্কাশনের ডেরেনগুলো জমে আছে ময়লা আর্বজনা।
 এতে সকল শ্রেণীর মানুষ ভোগান্তির শিকার হলেও এর প্রতিকারে কোন উদ্যোগ নেই স্থানীয় পরিষদ ও উপজেলা প্রশাসন।
গত ০৮-০২ জুলাই সকালে ঘন্টাখানেক বৃষ্টি এর আগের দিনগুলোতে ভারি বৃষ্টির পাশাপাশি দিন জুড়ে ঝির ঝির বৃষ্টি পড়ে। এরকম বৃষ্টিতেই বাজারের গুরত্বপূর্ণ সড়কগুলোতে পানি জমে থাকতে দেখা যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গীবাজারের পশ্চিম চৌরঙ্গী
সড়কটির আলমগীর র্মাকেট হইতে করিমুলের দোকান র্পযন্ত বেহালদশায় পরিণত হয়েছে।
 হাজার হাজার মানুষের এই সড়কটি র্দীঘদিন যাবত বেহালদশায় আছে দেখার যেনো কেউ নাই।
নাম প্রকাশ না করার সত্যতে কয়েকজন পথচারি অভিযোগ করে বলেন স্থানীয় পরিষদ চেয়াম্যানের অবহেলার কারণে র্দীঘ দিন ধরে রাস্তাটা বেহাল অবস্তায় আছে।
এবিষয়ে ভাতুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়াম্যান শাহাজান সরকার মুঠো ফোনে জানান, উপজেলা এলজিডি কর্মকতা পরির্দশ করেছে।
উপজেলা এলজিডি কর্মকতা আঃ ছালাম জানান, পরিদর্শ করে তালিকা তৈরি করা হয়েছে হইতো একটু দেরি হবে।
উপজেলা নির্বাহী অফিসার এমজে আরিফ বেগ জানান, বরাদ্দ পেলেই কাজ হবে।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 3587824055126466595

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item