বঙ্গবন্ধু একজন বহুমাত্রিক নেতা ছিলেন- নীলফামারীতে সংস্কৃতিমন্ত্রী নুর

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ১৭ আগস্ট॥
যারা বঙ্গবন্ধুকে অস্বীকার করেন তারা বাংলাদেশকে অস্বীকার করেন। বঙ্গবন্ধু শুধু জাতির পিতা নন, তিনি একজন বহুমাত্রিক নেতা ছিলেন। এটি আমার কোনো আবেগের কথা নয়, এটাই বাস্তবতা।


শুক্রবার সকাল ১১টার দিকে নীলফামারী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে ৩০ লাখ মানুষ জীবন দিয়েছেন। তাঁর কথায় দেশের অগণিত মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন। জয়বাংলা শ্লোগানে সবাইকে এক করে দেশের মুক্তি সংগ্রামে জাগ্রত করেছিলেন। ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ছিল তাঁর স্বাধীনতার ঘোষণা। স্বাধীনতা পরবর্তী হাজারো সমস্যার মাঝেও তিনি দেশটিকে সাজিয়েছেন। এখন দেশের অর্থনৈতিক  উন্নয়ন হচ্ছে। কৃষিতে বিপ¬ব ঘটেছে। সারের পেছনে মানুষ ঘোরে না, সার নিতে গিয়ে মানুষ আর মরে না।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলিমুদ্দিন বসুনিয়ার সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক আবুজার রহমান সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ স¤পাদক মমতাজুল হক, সহ সভাপতি এমদাদুল কবির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশিদ মঞ্জু,  জেলা কৃষক লীগের সভাপতি অক্ষয় কুমার রায়, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ স¤পাক রাবেয়া আলীম, , পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, জেলা যুবলীগের সভাপতি রমেন্দ্র নাথ বর্ধন, জেলা যুব মহিলা লীগের সভাপতি আরিফা সুলতানা লাভলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা বেরিষ্টার ইমরান কবীর চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ্ আপেল প্রমুখ।
এর আগে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। #

পুরোনো সংবাদ

প্রধান খবর 8008177529870925712

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item