নীলফামারীতে র‌্যাবের অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ৩ আগস্ট॥
র‌্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের এক অভিযানিক দলের পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে ১১০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২ আগস্ট) রাতে কিশোরীগঞ্জ ও সৈয়দপুর উপজেলায় অীভযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটক ওই দুই মাদক ব্যবসায়ী হলেন, সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের কিসামত কাদিখোলা গ্রামের মৃত. সদর মিস্ত্রীর ছেলে আজগর আলী (৫৭) ও কিশোরীগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের পূর্বকালিকাপুর গ্রামের মৃত. আবু বক্কর সিদ্দিকের ছেলে হারুন অর রশীদ (৩৫)। আজগর আলীর কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা ও হারুন অর রশীদের রশীদের কাছ থেকে ৬০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
র‌্যাব-১৩, নীলফামারী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিব বলেন, মাদক ব্যবসার অভিযোগে ওই দুই ব্যক্তিকে বৃহস্পতিবার রাতে তাদের নিজ নিজ গ্রামের বাড়ি থেকে আটক করা হয়। আজ শুক্রবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সৈয়দপুর ও কিশোরীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। #

পুরোনো সংবাদ

নীলফামারী 6754464387115146584

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item