গাইবান্ধায় বন্দুকযুদ্ধে মাদক সম্রাট নিহত: পিস্তল-গুলিসহ মাদকদ্রব্য উদ্ধার

নুরুল  আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জে র‌্যাব'র সঙ্গে বন্দুকযুদ্ধে উত্তরাঞ্চলের শীর্ষতম মাদক সম্রাট আব্দুস সালাম ওরফে সালাম ঠসা নিহত ও ২ র‌্যাব সদস্য আহত হয়েছেন। এসময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, বিদেশী পিস্তল, ম্যগজিনসহ ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে র‌্যাব। নিহত মাদক সম্রাট সালাম ঠসা উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি গ্রামের মৃত সবুর করাতির পুত্র ছিল।
বিভিন্ন সূত্র জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে সুন্দরগঞ্জ ও রংপুরের পীরগাছা উপজেলার সীমান্তবর্তী বামনডাঙ্গা ইউনিয়নের জামাল ব্রীজ নামক স্থানে সহযোগিদেরসহ মাদক সম্রাট সালাম ঠসার অবস্থানের বিষয়টি জানতে পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব- ১৩ (রংপুর) ক্যাম্পের একটি টিম উক্ত স্থানে অভিযান চালায়। র‌্যাব'র উপস্থিতি টের পেয়ে মাদক সম্রাট সালাম র‌্যাব সদস্যদেরকে লক্ষ্য করে গুলি ছুঁরলে র‌্যাব সদস্যরাও পাল্টাগুলি ছুঁরে। রাত ২ টা থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত উভয় পক্ষের গুলি বিনিময় চলতে থাকে। এতে মাদক সম্রাট সালাম ঠসা ঘটনা স্থলেই নিহত হয়। এসময় ৭ দশমিক ৬৫ এমএম নামে একটি বিদেশী পিস্তল, ঐ পিস্তলের ৩ রাউন্ড তাজা গুলি, ম্যাগজিন, ১০ কেজি গাঁজা, ২০ বোতল ফেন্সিডিল, ২টি তয়েলে, ৬টি স্যান্ডেল ও ২টি গ্যাস লাইটার উদ্ধার করে র‌্যাব। নিহত মাদক সম্রাট সালাম ঠসার বিরুদ্ধে ২৮টিরও বেশী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়া, একই অপরাধে বিজ্ঞ আদালত ও ভ্রাম্যমান আদালতে একাধিক বারের সাজাপ্রপ্ত হলেও এসব মামলার অধিকাংশ গুলোতে জামিনে মুক্তি পায়। বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ- পুলিশ পরিদর্শক, তাজুল ইসলাম জানান, এব্যাপরে প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া চলছে। বিষয়টি নিশ্চিত করে র‌্যাব- ১৩ (গাইবান্ধা) ক্যাম্পের কোম্পানী কমা-’র (এএসপি)- হাবিবুর রহমান জানান, এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে সুন্দরগঞ্জ থানায় ৩টি মামলা রুজু করা হয়েছে। সুন্দরগঞ্জ থানা সুত্র জানায়, ময়না তদন্ত শেষে সালাম ঠসার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুরোনো সংবাদ

প্রধান খবর 814276242191441113

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item