নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের প্রশিক্ষণ শুরু

ইনজামাম-উল-হক নির্ণয়॥
নীলফামারীতে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের তিন মাসব্যাপী আবাসিক ফুটবল প্রশিক্ষণ ক্যা¤প শুরু হয়েছে।  শুক্রবার (১০ আগষ্ট) বিকেল ৪টায় শেখ কামাল স্টেডিয়ামে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ স¤পাদক আরিফ হোসেন মুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অন্যান্যের মধ্যে সংস্থার সহ-সভাপতি ও সচেতন নাগরিক কমিটি(সনাক) সভাপতি প্রকৌশলী এস.এম সফিকুল আলম ডাবলু, অতিরিক্ত সাধারণ স¤পাদক তরিকুল ইসলাম গোলাপ, যুগ্ম স¤পাদক আসাদুজ্জামান সাগর ও দীপক চক্রবর্তী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রশিক্ষক পারভেজ বাবু। উক্ত প্রশিক্ষণে বিভিন্ন জেলার ৩৪ জন অংশগ্রহণ করছে। প্রশিক্ষক পারভেজ বাবুর নেতৃত্বে জাহাঙ্গীর আলম, মাহবুব আলম, মিজানুর রহমান দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য যে, ২০১৮ সালে অনুষ্ঠিতব্য সাফ ফুটবলের অনূর্ধ্ব-১৫ জাতীয় দল তৈরি লক্ষ্যে প্রাথমিকভাবে নির্বাচিতদের নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে তিন মাস প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণ শেষে এদের মধ্য থেকে ২৩ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করে জাতীয় দল নির্বাচন করা হবে। #




পুরোনো সংবাদ

নীলফামারী 4941549352585949542

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item