ঈদুল আযহা উপলক্ষে উন্নতমানের খাবার পরিবেশন করলেন নীলফামারী ডিসি


ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী প্রতিনিধি ২২ আগস্ট॥
উৎসাহ উদ্দীপনা, ধর্মীয় ভাব-গাম্ভীর্য ও মর্যাদায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জেলা সরকারি শিশু পরিবার, কারাগার, হাসপাতাল এবং ভবঘুরে প্রতিষ্ঠানগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করেন নীলফামারী জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন।
ঈদের দিন আজ বুধবার (২২ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন ঈদের আনন্দ এতিম শিশুদের মধ্যে ছড়িয়ে দিতে দুপুরে শিশু পরিবারে গিয়ে একসঙ্গে খাবার খান।
নীলফামারী জেলা প্রশাসক নাজিয়া শিরিন জানান, এসব ছেলে-মেয়েরা আমার সন্তানতুল্য। ঈদে সন্তানদের সময় দেয়াটা সকল মা-বাবার কর্তব্য। তাদের খোঁজ নেওয়াটা দায়িত্বের মধ্যেই পড়ে। মূলত শিশুদের সঙ্গে সময় কাটাতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন।
অপরদিকে জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন নীলফামারী আধুনিক সদর হাসপাতাল, জেলা কারাগার পরিদর্শন এবং উন্নতমানের খাবার পরিবেশন করেন।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভুইয়া, নীলফামারী কারাগারের জেলার সফিকুল আলম, সার্ক চেম্বারের সদস্য ইঞ্জিনিয়ার এস.এম সফিকুল আলম ডাবলু, আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মো. আসাদ আলম প্রমুখ।

পুরোনো সংবাদ

নীলফামারী 5390324464296241752

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item