ডোমারে বিদ্যুতের তারে জড়িয়ে হয়ে গরুর মৃত্যু

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর ডোমারে বিদ্যুতের তারে পিষ্ট হয়ে গরুর মৃত্যু,২টি গরু গুরুত্বর অসুস্থ রয়েছে। এনিয়ে এলাকায় আতংক বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা বসুনিয়া পাড়া গ্রামে। এলাকাবাসী জানায়,গত শনিবার বিকাল ৩টায় উক্ত গ্রামে বরেন্দ্র নলকুপের পাশে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের খুটিতে তারে আগুন লাগে ১১হাজারের ১টি তার ছিড়ে পড়ে। খুটির পাশে এলাকার মৃত উমেশ চন্দ্র রায়ের ছেলে কৃষক অমরজিৎ রায়ে ৩টি গরু বাঁধা ছিল। তার ছিড়ে গরুর গায়ে লাগলে ১টি গরু মারা যায়, যার আনুমানিক বাজার মুল্যে ২৮ হাজার টাকা বলে অমরজিৎ জানান। পাশে থাকা ২টি গরু ছুটাছুটি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ভীষন অসুস্থ হয়ে পড়ে। এলাকার নিরেন চন্দ্র বলেন, বিদ্যুৎ অফিসে বারবার বলার পরেও তার ও লোহার খুটি পরিবর্তন করছে না। আইবুল ইসলাম জানান, পোলের পাশের জমিতে লোহার পিলার দিয়ে ২টি পাম্পের সংযোগ দেওয়ায়, প্রায় সময় দূর্ঘটনার ঘটেই চলেছে। গত বছর লোহার পোলের সাথে স্পৃষ্ট হয়ে ২টি গরু, ৩টি ছাগল মারা যায়। মানুষ আহতের ঘটনা ঘটেছে। অতি স্বত্তর লোহার পিলার সড়িয়ে পাকা পিলার দিয়ে সংস্কারের জোর দাবী জানান তারা। অন্যথায় বড়ধরণের দূর্ঘটনার শিকার হয়ে অপূরণীয় ক্ষতি সাধনের আশংখা করছে এলাকাবাসী। অদ্যবধী আবাসিক প্রকৌশলীর প্রতিনিধি এলাকায় না যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভুগী পরিবার।

পুরোনো সংবাদ

নীলফামারী 1214569499973543127

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item