মায়ের দুধই পারে মায়ের প্রতি সন্তানের মমত্ববোধ সৃষ্টি ও রোগ প্রতিরোধ করতে

মোঃ আব্দুস সাত্তার (দিনাজপুর প্রতিনিধি) “মায়ের দুধ পান সুস্থ্য জীবনে বুনিয়াদ” এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে ১ আগষ্ট বুধবার বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০১৮ পালন উপলক্ষে সিভিল সার্জন কার্যালয় দিনাজপুর আয়োজিত এবং স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্থানীয় এনজিওদের সহযোগিতায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় সিভিল সার্জন কার্যালয় হতে বর্ণাঢ্য র‌্যালীর নেতৃত্ব দেন প্রধান অতিথি ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আহাদ আলী ও ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ ফজলুর রহমান। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ ফজলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ আরোজ উল্লাহ ও বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডাঃ রইচ উদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম। মুল আলোচ্চক হিসেবে আলোচনা করেন বিশিস্ট শিশু বিশেষজ্ঞ ডাঃ মোঃ মশিউর রহমান, আর.এমও মোঃ শাহজাহান আলী সাগর। সঞ্চালকের দায়িত্ব পালন করেন জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম। মুক্ত আলোচনা করেন ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার এন্টিনা দাস, মেঘনা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আলেয়া বেগম, নিউট্রিশন ইন্টারন্যাশনালের ডিষ্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোছাঃ রায়হানা ইসলাম। র‌্যালী ও আলোচনা সভায় লাইট হাউস, মেডিস্টক ক্লিনিক, আপোস, সুর্যের হাসি ক্লিনিক, এফপিএবি, আরডিআরএস, পিএসটিসি, আলোহা সোসাল সার্ভিসেস, নার্সিং ইনস্টিটিউটের ছাত্রীরা, পৌরসভার স্বাস্থ্য কর্মী, জেনারেল হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সিভির সার্জনের পক্ষ হতে শহরে সচেতনতামুলক দিনব্যাপী মাইকিং করা হয়।

পুরোনো সংবাদ

দিনাজপুর 7882201220636953991

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item