পার্বতীপুর রেলওয়ে জংশনে অবৈধভাবে ট্রেনের টিকেট বিক্রির অপরাধে ৬ জনের জরিমানা

এম এ আলম বাবলু, পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে রেলওয়ে জংশনে অবৈধভাবে ট্রেনের টিকেট বিক্রির অপরাধে ৬ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার রাতে পার্বতীপুর রেলওয়ে জংশনে ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রেহানুল হক এই জরিমানা করেন।
পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আরিফুর রহমান জানান, শনিবার রাতে পার্বতীপুর রেলওয়ে জংশন এলাকায় অবৈধভাবে ট্রেনের টিকেট বিক্রয় করার অপরাধে বিশেষ অভিযান চালিয়ে ট্রেনের টিকেটসহ রফিকুল ইসলাম (৩৫), পিতা মৃত রহমান, সাং- রোস্তমনগর, মোঃ ইসমাইল (২৫), পিতা আজিজার সাং- সাহেবপাড়া, রাজ (২৭), পিতা মোঃ সালাম, সাং- মুরাদনগর, চন্দন সরকার (৩০), পিতা কালিপদ, সাং-কুমারপাড়া, মোঃ লিমন (২২), পিতা নাছিম, সাং-ইসলামপুর, সর্ব উপজেলা পার্বতীপুর, জেলা- দিনাজপুরকে হাতে নাতে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের সামনে হাজির করা হলে আদালতের বিজ্ঞবিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রেহানুল হক ১৮৬০ সালের দন্ডবিধি আইনের ১৭৮ ধারা মোতাবেক প্রত্যেককে ৮ শত টাকা করে মোট ৪ হাজার ৮ শত টাকা জরিমানা করেন।

পুরোনো সংবাদ

দিনাজপুর 8046126307479862284

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item