দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাফিক সিগনাল দেখাতে রাস্তায় নেমেছেন ক্ষুদে শিক্ষার্থীরা।

মেহেদী হাসান উজ্জল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে নিরাপদ সড়ক এর আন্দোলনের অংশ হিসেবে ট্রাফিক সিগনাল আইন বাস্তবায়নে ট্রাফিক সিগনাল দেখাতে রাস্তায় নেমেছেন স্কুল কলেজের ক্ষুদে শিক্ষার্থীরা।

তারা জানায় সারাদেশে শিক্ষার্থীদের আন্দোলন কর্মসুচির অংশ হিসেবে তারা এই ট্রাফিক সিগনালের কাজ করছেন।
পৌর শহরের ঢাকামোড় শাপলা চত্তরে গিয়ে দেখা যায়, সকাল থেকে ট্রাফিক সিগনাল দেখাচ্ছেন স্কুল কলেজের অধ্যায়নরত ক্ষুদে শিক্ষার্থীরা,  দিনাজপুর-ঢাকা মহাসড়ক দিয়ে চলাচলকারী যানবহন গুলোকে, ঢাকা মোড় শাপলা চত্তরে ট্রাফিক আইন মেনে চলার জন্য সিগনাল দেখাচ্ছেন।

এসময় ট্রাফিক সিগনাল অমান্য করে চলা আইন শৃংখলা বাহিনীর গাড়িকেও ট্রাফিক আইন মেনে চলতে বাধ্য  করতে দেখা যায়।

রাস্তায় দাড়িয়ে ট্রাফিক সিগনাল দেখানো শিক্ষার্থীরা বলেন, সারাদেশে যেভাবে সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে, তার ৫০ ভাগ সড়ক দুর্ঘটনা  ঘটে ট্রাফিক আইন মেনে না চলার কারনে। ট্রাফিক আইন মেনে চললে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে। এই জন্য তারা ট্রাফিক আইন মেনে চলার নিয়ম বাস্তবায়নের দাবীতে এই কাজ করছেন। সকাল থেকে সন্ধা পর্যন্ত বৃষ্টির পানিতে ভিজে শিক্ষার্থীরা ট্রাফিক সিগনাল প্রদর্শন করেন। শিক্ষার্থীদের এই কাজে শহরের যানজটও অনেক কমে যায়্।

পুরোনো সংবাদ

দিনাজপুর 6515583004543003717

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item