শিক্ষার্থী আন্দোলন: শাহবাগ ও বাড্ডা থানায় পুলিশের মামলা


নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে সরকারি গাড়ি ভাঙচুর করে পুলিশকে আহত করার অভিযোগে বাড্ডায় গ্রেপ্তার ১৪ ছাত্রের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়াও শাহবাগে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বাড্ডা থানা পুলিশ জানায় সরকারি কাজে বাধা, গাড়ি ভাঙচুর ও পুলিশকে আহত করায় ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

এছ্ড়াও শাহবাগে সরকারি কাজে বাধা দিয়ে পুলিশকে আহত করার অভিযোগে বাম সংগঠন কর্মীদের বিরুদ্ধে শাহবাগ থানা পুলিশ মামলা করেছে। তবে মামলায় আসামিদের কারো নাম ও সংখ্যা উল্লেখ করা হয় নি।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের সময় তেঁজগাওয়ের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সোমবার ৩৭ জনকে আটকের পর মঙ্গলবার তাদের থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

তেঁজগাও শিল্পাঞ্চল থানা পুলিশ জানায়, আটক শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হয়েছে। রাতে তারা থানাতেই ছিল। মঙ্গলবার যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের সদস্যদের কাছে তুলে দেওয়া হয়েছে।

পুরোনো সংবাদ

প্রধান খবর 1147201178141904632

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item