ডোমারে আঞ্চলিক বাঁশ গবেষণা ও প্রশিক্ষন কেন্দ্রের ভিত্তি স্থাপন

আবু ফাত্তাহ্ কামাল (পাখি)/আনিছুর রহমান মানিক-

নীলফামারীর ডোমারে আঞ্চলিক বাঁশ গবেষণা ও প্রশিক্ষন কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে প্রকল্পের নির্মান কাজের ভিত্তিপ্রন্তর স্থাপন করেন, প্রধান অতিথি পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রানালয়ের সচিব আবদুল্লাহ্ আল মোহসীন চৌধুরী। ৯ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ বন গবেষণা ইনষ্টিটিউটের পরিচালক ড.খুরশীদ আকতার এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রানালয়ের  অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোজাহেদ হোসেন, বন অধিদপ্তরের উপ-প্রধান বন সংরক্ষক জহির উদ্দিন আহম্মেদ, বনসংরক্ষক কর্মকর্তা (বগুড়া) আব্দুল আউয়াল সরকার, ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, পৌর মেয়র মনছুরুল ইসলাম দানু প্রমূখ। এতে স্বাগত বক্তব্য রাখেন, প্রকল্প পরিচালক ড.রফিকুল হায়দার।
প্রধান অতিথি আব্দুল্লাহ্ আল মোহসীন চৌধুরী বলেন, ডোমার আঞ্চলিক বাঁশ গবেষণা ও প্রশিক্ষন কেন্দ্রটিকে যথাযথভাবে কাজে লাগালে অত্র অঞ্চলের বেকারত্ব দুর হওয়ার পাশাপাশি অর্থনৈতিক ভাবে স্বাবলম্বি হবে। সে মোতাবেক মন্ত্রণালয়ের নির্দেশনাক্রমে মোট ১৭ কোটি ২২ লক্ষ টাকা ব্যয়ে প্রকল্পের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে কর্তপক্ষ জানান।

পুরোনো সংবাদ

নীলফামারী 1931700018422023512

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item