প্রশাসনের হস্তক্ষেপ কামনা- চন্দনের হাটে যত্রতত্র জুয়ার আসর ॥

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
রংপুরের গংগাচড়া উপজেলার সীমান্তবর্তী হিন্দু অধ্যুষিত এলাকা বেতগাড়ী ইউনিয়নের অন্তভুক্ত চন্দনের হাটে যত্রতত্র ভাবে চলছে জুয়া খেলা । প্রতিরোধে থানা পুলিশ প্রশাসন এমনকি স্থানীয় চেয়্যারম্যান মেম্বারদের তেমন কোন ভূমিকা না থাকায় এলাকার সচেতন মহল উদ্দিগ্ন হয়ে পড়ছেন বলে অভিযোগ উঠছে। জানাগেছে সাম্প্রতি কালে চন্দনের হাট বাজারে বিভিন্ন সমিতি ক্লাব অফিস ঘরে, পরিত্যক্ত দোকানঘর-গোডাউন বাড়িতে,নদীর ধারে বাশ ঝাড় গাছ গাছড়ার নিছে আদা বেগুন বাড়ির ভিতরে চন্দনের হাট হরিসভা মাঠ প্রাঙ্গনে সহ বিভিন্ন স্থানে সংবদ্ধ জুয়ারু বাহিনীরা চালিয়ে যাচ্ছেন তাস দিয়ে জোড়া মিল,নাইন কার্ড,কাটাকাটি,নেপসু,হাজারী সহ নানা প্রকার জুয়া খেলা । এসব জুয়ার আসরে এলাকার কোমল মতি স্কুল কলেজ পড়–য়া ছাত্র, সমবয়সী তরুণ যুবক, রিক্সা ভ্যান অটো সিএনজি চালক ,বাস ট্রাক এর হেলপার ড্রাইভার, হোটেল রেস্তেরার মেসিয়ার,আকালী পিয়াজ সুপারি পান ব্যবসায়ী সহ বিভিন্ন বয়সের নানান পেশার মানুষজন সেখানে প্রতিনিয়ত ধাবিত হয়ে নিঃস্ব ও সর্বশান্ত হচ্ছেন । অভিযোগ উঠছে অনেকে জুয়া খেলার টাকা সংগ্রহ করতে গিয়ে সংসারের সহায় সম্বল বিক্রি করছেন,কেউ কেউ এ জুয়ার নেশা টাকা সংগ্রহ করতে গিয়ে এলাকায় চুরি ছিনতাই সহ নানা অসামাজিক কার্য কলাপে জরিয়ে পড়ছেন । এর ফলে এলাকায় দিন দিন চুরি ছিনতাই সহ অসামাজিক কার্য  কলাপ বৃদ্ধি পাওয়ায় এলাকার শান্তি প্রিয় লোকজন এখন অশান্ত হয়ে উঠছেন। এ ব্যাপারে এলাকার সচেতন মহল চন্দনের হাটে যত্রতত্র জুয়ার আসর গুলি উচ্ছেদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বেতগাড়ী ইউ পি চেয়ারম্যান সহ  প্রশাসনের উর্ধতম মহলের হস্তক্ষেপ কামনা করছেন।

পুরোনো সংবাদ

রংপুর 6088768008483053618

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item