সৈয়দপুরে উত্তর সোনাখুলী দলবাড়ীপাড়া দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসায় বৃক্ষ রোপন কর্মসূচি ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 নীলফামারীর সৈয়দপুর উপজেলার ৪ নম্বর বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী দলবাড়ীপাড়া দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসায় বৃক্ষ রোপন কর্মসূচি ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ(রোববার) দুপুর ১২টায় মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগে মাদ্রাসা চত্বরে ওই সমাবেশের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।
 অনুষ্ঠানে  বিশেষ অতিথি ছিলেন উপজেলার ৪ নম্বর বোতালাগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হেলাল চৌধুরী এবং ৭ নম্বর ওয়ার্ড সদস্য মোহাম্মদ আলী।এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা সাবেক ছাত্রলীগ নেতা মো. হাসিবুর রহমান চৌধুরী।
সমাবেশের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াৎ করেন মাদ্রাসা শিক্ষক হাফেজ মাওলানা মো. আব্দুস্ সালাম।                              
  এতে স্বাগত বক্তব্য দেন মাদ্রাসা শিক্ষক হাফেজ মাওলানা মো. শহিদুল ইসলাম।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের সৈয়দপুর উপজেলা ফিল্ড সুপারভাইজার মো. আব্দুল আজিজ প্রমূখ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিধি, সুধীজন, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন মাদ্রাসা চত্বরে একটি গাছের চারা রোপন করে বৃক্ষ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন। পরে বিশেষ মোনাজাত করা হয়।
 মাদ্রাসা সংশ্লিষ্ট সূত্র জানায়, “জীবিকার জন্য গাছ, জীবনের জন্য গাছ, অর্থ, পুষ্টি, স্বাস্থ্য চান বেশী করে দেশী ফল খান” শ্লোগানকে সামনে রেখে ওই বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির আওতায় ওই দিন মাদ্রাসা প্রাঙ্গণে এক শ’ বনজ গাছের চারা রোপন করা হয়।



পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 2107377796528081643

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item