সৈয়দপুরের বাঁধন ফুড প্রডাক্টস কারখানায় অগ্নিকান্ড

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুর শহরের একটি চিপস্ কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (১৮ জুলাই) বেলা সাড়ে তিনটার দিকে শহরের কুন্দল এলাকায় বাঁধন ফুড প্রডাক্টের কারখানায় ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ওই কারখানার চিপস্ তৈরির মেশিনপত্র ও কাঁচামাল পুড়ে  গেছে। 
জানা গেছে, শহরের কুন্দল এলাকায় জনৈক আব্দুল হামিদের মালিকাধীন ‘বাঁধন ফুড প্রডাক্টস’ কারখানায় আকস্মিক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘঁনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানার গরম তেলের কড়াই থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হয়। আগুনে ওই চিপস্ কারখানার চিপস তৈরির মেশিনপত্র কাঁচামালসহ নানা সরঞ্জামাদিসহ আনুমানিক ২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে  অনুমান করা হচ্ছে।
সৈয়দপুর ফায়ার সার্ভিস অফিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মাহামুদুল হাসান জানান, আগুনের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন আয়ত্বে আনা হয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 7641885957541075588

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item