৯ বছরের সুজাত বাঁচতে চায়

বিশেষ প্রতিনিধি॥
পৃথিবীটা বড়ই স্বার্থপর হয়ে যায় অনেক সময়। যেমন ৯ বছরের সুজাতের বাবা-মায়ের কাছে এখন মনে হচ্ছে। শিশু সন্তানকে বাঁচাতে পরিবারটি এখন মরিয়া হয়ে উঠেছে। ফুঁটফুঁটে শিশু সুজাত কি ভাল হবে? এই প্রশ্নের উত্তর তাদের জানা নেই।
নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাশবাড়ি এলাকার আজিজ আহমেদ ও রুমি আক্তারের ছেলে এবং সৈয়দপুরের সেন্ট জেরোজাস স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। ছোট্ট সুজাতের স্কুল থেকে ওর বাবাকে  জানানো হয় সুজাতের চোখে মনে হয় সমস্যা। সুজাতের বাবা রংপুরের চক্ষু বিশেষজ্ঞ ডাঃ নিমাই কর্মকারের কাছে সুজাত কে নিয়ে যায়। নানা পরীক্ষা নিরীক্ষা করার পর সুজাতের বাবাকে জানায় সুজাতের চোখে কোন প্রকার সমস্যা নেই। সুজাতকে খুব দ্রুত কোন নিউরোসার্জানের কাছে নিয়ে যেতে বলেন।
সুজাতের বাবা রংপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ সুকুমার মজুমদার এর কাছে সুজাতকে নিয়ে যায়। ডাঃ সাহেব সুজাত কে ইন্ডিয়ায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। আর সুজাতের রোগ স¤পর্কে জানান রোগটি
ALD (Adrenoleukodystrophy
 এড্রিনোলু কোডিসট্রফিতে নামে পরিচিত।
মুলত ব্রেইন থেকে যে ¯œায়ু গুলো কাজ করে সুজাতের সেই ¯œায়ু গুলো কাজ করছেনা। যেমন সুজাতের চোখ ভালো আছে কিন্তু ব্রেইন থেকে যে সংকেতের মাধ্যমে চোখ কাজ করবে সেই ¯œায়ু কাজ করছেনা।  সুজাত কে ইন্ডিয়ায় নিয়ে যাওয়া হয় । ইন্ডিয়ায়

National Institute Of Mental Health and Neuro Science এ নিয়া যাওয়া হয়। সেখানে ডাঃ তারাননাথ শেঠঠি সুজাতের দেখেন। তিনিই সুজাতের রোগ স¤পর্কে জানান। সে সময় শুধু সুজাতের দৃষ্টি শক্তির সমস্যা ছিল। তিনি জানান পরবর্তীতে সুজাত শ্রবন শক্তি, বাক শক্তি, চলাফেরার শক্তি হারিয়ে ফেলবে।
চিকিৎসা র জন্য বলেন

Cell Therapy & Bone marrow Transplantএর কথা। যা খুব দ্রুত করা প্রয়োজন। চিকিৎসার ব্যয় প্রায় ৩৫ লাখ টাকা। যা মধ্যবিত্ত সুজাতের বাবার পক্ষে বহন করা অসম্ভব প্রায়। সুজতা এখন প্রায় শ্রবন শক্তি হারিয়ে ফেলেছে ।
সুজাতের বাবা বলেন, সবাইর কাছেই আমরা সাহায্য চাইছি। আমাদের সুজাত যেন আবার সুস্থ হয়ে যায়। তিনি মানবতার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন। সাহায্য করার মাধ্যম সুজাতের বাবার ব্যাংক হিসাব নাম্বার


Aziz Ahmed.A/C no:161.151.161553.Dutch bangla bank Ltd.Saidpur branch.Nilphamari.বিকাশ নাম্বার ০১৭৯৬-৮৮৮৫৪৮ রকেট নাম্বার ০১৭৯৬৮৮৮৫৪৮০
এছাড়াও “সুজাতের জন্যে আমরা” নামে ফেসবুক পেইজে যোগাযোগ করতে পারেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 3671130662037030554

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item