সৈয়দপুরে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা সমাপ্ত

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

সৈয়দপুরে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা শেষ হয়েছে। সৈয়দপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গত ২৪ - ২৬ জুলাই পর্যন্ত ওই মেলার আয়োজন করেছে। সৈয়দপুর উপজেলা  প্রশাসনের সহযোগিতায় আয়োজিত মেলার শেষ দিনে গত বৃহস্পতিবার বিকেলে সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. বজলুর রশীদ। 
এতে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা ভাইস্ চেয়ারম্যান মো. আজমল হোসেন।
 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছা. হোমায়রা মন্ডল।
এতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মোছা. শাহিনা বেগম।
সৈয়দপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. মকবুল হোসেন সমাপনী অনুষ্ঠানটি উপস্থাপনা করেন।
  ফলদ বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠানে মেলার স্টল মালিকদের পুরস্কৃত করা হয়েছে।
 অনুষ্ঠানে উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা ও কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
 প্রসঙ্গত, গত ২৪ জুলাই তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু হয়।
এতে ১৫টি স্টল স্থান পায়। ফলদ বৃক্ষ মেলায় প্রতিদিন বিপুল সংখ্যক বিভিন্ন বয়সী মানুষের সমাগম ঘটে।      

পুরোনো সংবাদ

নীলফামারী 5905539769542988755

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item