বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সৈয়দপুর উপজেলা শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সৈয়দপুর উপজেলা শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠি হয়েছে। আজ(সোমবার) বিকেলে সংগঠনের পক্ষ থেকে উপজেলা পরিষদ হলরুমে ওই সভার আয়োজন করা হয়।
এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।
বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন,নারী ভাইস চেয়ারম্যান মোছা. রওনক জাহান রিনু, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন।
এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বজলুর রশীদ।
 অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সৈয়দপুর উপজেলা শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সাধারণ মো. বাবুল হোসেন।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের নীলফামারী জেলা শাখার সভাপতি মো. হাফিজুল ইসলাম বাবু, সহ-সভাপতি মো. আব্দুল ওহাব ও সাধারণ সম্পাদক মো. সুলতান আলী, সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি মো. নুর ইসলাম (মঞ্জু) ও ক্রীড়া সম্পাদক মো. শাহিনুর ইসলাম।
এর আগে পরিচিতি পর্বে বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সৈয়দপুর উপজেলা শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচিত করানো হয়। পরে তাদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়েছে।
 অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সুপার এ কে এম আমিরুজ্জামান সরকার (শামীম), আমন্ত্রিত অতিথিসহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 
 প্রসঙ্গত, গত ৫ জুলাই বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সৈয়দপুর উপজেলা শাখার এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন  বিদায়ী সভাপতি মীর মো. মমতাজ আলী।
সভায় সর্বসম্মতিক্রমে সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ের কর্মচারী মো. নুর ইসলাম (মঞ্জু) কে সভাপতি এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের কর্মচারী মো. বাবুল হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট সংগঠনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

পুরোনো সংবাদ

নীলফামারী 3852212583750883827

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item