সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণীর উদ্বোধনী ক্লাস ও নবীনবরণ অনুষ্ঠিত

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের ২০১৮- ২০১৯ ইং শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর উদ্বোধনী ক্লাস ও নবীরবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল (রোববার) সকালে কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের উদ্যোগে কলেজ মিলনায়তনের ওই অনুষ্ঠানের আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সমাজসেবক মো. সাবের আলী প্রামানিক।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান হাবিব, বিদ্যালয় শাখার সহকারি প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম প্রমূখ।
নবীন বরণ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন প্রতিষ্ঠানের সিনিয়র সহকারী  শিক্ষক  মো. নাছিম রেজা শাহ্।
এর আগে নবাগত ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। এতে কলেজের শিক্ষিকা ও  শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করে। সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজের ইতিহাস বিষয়ের শিক্ষক প্রভাষক মো. আলমগীর সরকার।
 সংক্ষিপ্ত কলেজ অফিস সুত্রে জানা গেছে, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজে তিন বিভাগে চলতি ২০১৮- ২০১৯ইং শিক্ষাবর্ষে ১৩৯ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। তন্মধ্যে বিজ্ঞানে ২৩ জন, ব্যবসায় শিক্ষায় ২১ জন এবং মানবিকে ৯৫ জন।   

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 8061790333936501719

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item