সৈয়দপুরে বাংলানিউজের প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটা, র‌্যালি ও সাংস্কৃতিক আয়োজন

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 আজ সোমবার সকালে (১ জুলাই) নানা কর্মসূচির মধ্যদিয়ে নীলফামারীর সৈয়দপুরে দেশের বৃহত্তম ও জনপ্রিয় নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর. কম ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মধ্যে ছিল কেক কাটা, আলোচনা সভা ও র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান।
সৈয়দপুর প্রেসক্লাবের দ্বিতল ভবনে ওইসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল রেলপথের পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমান।
 বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার
 (ভূমি) পরিমল কুমার সরকার।
বাংলাদেশ বেতার নীলফামারী প্রতিনিধি, সাপ্তাহিক আলাপন সম্পাদক ও সৈয়দপুর প্রেসক্লাবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক এম আর আলম ঝন্টু, এম, এ করিম মিস্টার, দি নর্থ বেঙ্গল সম্পাদক মেহেরুন্নেসা, সৈয়দপুর কলেজের সাবেক অধ্যক্ষ ও কথা সাহিত্যিক হাফিজুর রহমান হাফিজ প্রমুখ।
বক্তারা জনপ্রিয় নিউজ পোর্টাল বাংলানিউজের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট মো. আমিরুজ্জামান।
এরপর অতিথিদ্বয় কেক কাটেন। তারপর বের করা হয় র‌্যালি। এতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক এবং সাংস্কৃতিক দলের প্রতিনিধিসহ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বৃষ্টিপাতের কারণে র‌্যালিতে বিঘœ ঘটায় আলোচনা সভাস্থলে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

পুরোনো সংবাদ

নীলফামারী 313797923974844124

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item