পাগলাপীরে বিভিন্ন স্ট্যান্ডে যাত্রী ছাউনী না থাকায় দুর্ভোগ ॥

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধি ঃ রংপুরের পাগলাপীরে হাইওয়ে সহ বিভিন্ন সড়কে বাস কোস অটো সিএনজি স্ট্যান্ডে যাত্রী ছাউনী না থাকায় শিক্ষার্থী ব্যবসায়ী সহ কর্মজীবি নারী পুরুষ যাত্রীদের দুর্ভোগ বেড়েই চলছে। জানা গেছে পাগলাপীরে রংপুর দিনাজপুর ঢাকা হাইওয়ে সড়কের পাগলাপীর বন্দর, হাজিরহাট, সিও বাজার, শলেয়শাহ, বালাবাড়ী, বামন দীঘি, ওকড়াবাড়ী, জলঢাকা ডালিয়া বুড়িমারী সড়কের ডালিয়া বাস স্ট্যান্ড মোড় (পাগলাপীর), গঞ্জিপুর, ক্লাব, চন্দনেরহাট, বেতগাড়ী গঙ্গাচড়া সড়কের ধনতোলা শাহপাড়া, বেতগাড়ী, পাকুরীয়া শরিফ, গোডাউনের হাট, লাহীড়িরহাট শ্যামপুর সড়কের পাগলাপীর বন্দর, শিবেরবাজার, পরিষদ বাজার, পানবাজার, কামারপাড়া, লাহিড়ীরহাট সহ ৫টি সড়কের বাস কোস, অটো সিএনজি, রিক্সা ভ্যান স্ট্যান্ড গুলোতে দীর্ঘদিন ধরে যাত্রীদের সেবার নেই কোন যাত্রী ছাউনী। এর ফলে বর্ষা ভরা মৌসুমে কিংবা প্রাকৃতিক দুর্যোগের সময়, যাত্রীদের গন্তব্য স্থানে পৌছাতে হচ্ছে চরম দুর্ভোগে। এ ছাড়া প্রসাব পায়খানার তলব করলে যাত্রীদের দুর্ভোগের শেষ নাই। অথচ বাস কোচ অটো সিএনজি রিক্সা ভ্যান স্ট্যান্ড গুলোতে পরিবহন ও মালিক শ্রমিক সংগঠনের পক্ষ থেকে যথারীতি চেইন চুঙ্গি আদায় করা হলেও যাত্রীদের জন্য নূন্যতম নেই কোন সেবা। তাই পাগলাপীর সহ অঞ্চলের শিক্ষার্থী ব্যবসায়ী সহ সর্ব শ্রেণীর কর্মজীবি নারী পুরুষ যাত্রীরা তাদের সেবায় স্ট্যান্ড গুলোতে যাত্রী ছাউনী নির্মানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি দাবী জানিয়েছেন। 

পুরোনো সংবাদ

রংপুর 5872948288436480134

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item