পাগলাপীরে ন্যায্য দাম না থাকায় ধান নিয়ে বিপাকে কৃষকরা

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ রংপুরের পাগলাপীরের বিভিন্ন হাট বাজারে ধানের ন্যায্য দাম না থাকায় ধান নিয়ে বিপাকে পড়ছেন কৃষকরা। জানা গেছে চলতি বুরো মৌসুমে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে পাগলাপীর অঞ্চলের ক্ষুদ্র বর্গা সহ প্রান্তিক কৃষকরা জমিতে সেচ নির্ভর ইরি বুরো ধান চাষাবাদ করে বাম্পার ফলন ফলিয়াছে। কিন্তু সেই ধান বিক্রির সময় হাট বাজারে ন্যায্য দাম না থাকায় কৃষকরা ধান নিয়ে পড়েছেন দুশ্চিন্তায়। পাগলাপীর গোকুলপুর ক্ষত্রিপাড়ার ভরত চন্দ্র রায়, চওড়াপাড়ার দুলাল মিয়া সহ অঞ্চলের কৃষকরা জানান এবার কাটা মারাই মৌসুমে ধানের বাজার ছিল ৪০০ টাকা। কাটা মারাইর দেড় মাস অতিবাহিতের পর বর্তমান বাজার চলছে ৫২০ টাকা। কৃষকদের দাবি ৬০০ টাকার নিচে ধানের মন হলে লোকসান গনতে হবে কৃষককে। কেননা এবার ১ দোনের (২৫ শতাংশ) জমিতে বুরো ধান চাষাবাদ ও কাটা মারাই করতে খরচ পড়েছে ৮-১০ হাজার টাকা। জুয়েল, মহুবার সহ ধান ব্যবসায়ীরা জানান মোকামে ধানের দাম না থাকলে আমরা ব্যবসায়ীরা কি করব। বর্তমান তারা ১ মন ধান ক্রয় করছেন মোটা ৫২০ থেকে ৫৫০ টাকা, চিকন ৬০০ টাকা মন দরে ধান ক্রয় করছেন। 

পুরোনো সংবাদ

রংপুর 1073085979689184413

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item