নীলফামারীতে দুইদিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব








ইনজামাম-উল-হক নির্ণয়॥
“সৃজনে উন্নয়নে বাংলাদেশ ” এ শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় নীলফামারীতেও দুইদিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও নীলফামারী জেলা প্রশাসন আয়োজনে আজ শুক্রবার বিকাল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে দুইদিন ব্যাপী এ উৎসবের বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম।
জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার নাহিদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভুইয়া, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, পৌর আওয়ামীলীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি প্রকৌশলী এস.এম সফিকুল আলম ডাবলু, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক আহসান রহীম মঞ্জিল, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. মুজিবুল হাসান চৌধুরী শাহীন, জেলা কালচারাল অফিসার কাজী মো. আরিফুজ্জামান প্রমুখ।
এর আগে জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে একটি র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে শেষ হয়।
এরপর জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা জাতীয় সংগীত পরিবেশন করেন।
পরে সেখানে সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র প্রদর্শণ করা হয়।
শেষে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমী ও স্থানীয় বিভিন্ন সংগঠনের শিল্পীবৃন্দ রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত,আধুনিক গান,দেশাত্ববোধক গান, কবিতা আবৃত্তি, পল্লীগীতি,লালনগীতি, জারী গান,মুর্শিদী গান, নৃত্য ও একক নাটক পরিবেশন করেন।
সূত্র মতে, আজ শনিবার দুইদিন ব্যাপী সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নাসির উদ্দিন আহমেদ। #

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 1709652071957350025

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item