নীলফামারীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিত করণ সভা

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ৫জুলাই॥
আগামী ১৪জুলাই জাতীয় ভিটামিন এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আজ বৃহস্পতিবার নীলফামারীতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় নীলফামারী সদর আধুনিক হাসপাতালের সম্মেলন কক্ষে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়। 
সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম।
বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার এবিএম আতিকুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওসমান গণি, সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ডা, আবুহেনা মোস্তফা কামাল, সিভিল সার্জন কার্যালয়ের জেষ্ঠ্য স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের, সহকারী তথ্য কর্মকর্তা প্রকাশ চন্দ্র রায়, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, আবু জাফর কামরুল ইমান প্রমুখ।
সভায় সিভিল সার্জন বলেন, ১ম রাউন্ডে ২ লাখ ৬৮ হাজার ৯০৬ জন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ভিটামিন এ’ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
জেলার ৬১টি ইউনিয়নে ও ৪ পৌরসভায় এক হাজার ৬৬০টি কেন্দ্রে কাজ করবেন সেচ্ছাসেবক তিন হাজার ২২০ জন ও সুপারভাইজার ৫শ ৫৭জন।

পুরোনো সংবাদ

নীলফামারী 3629415209187413066

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item