নীলফামারীতে একই সঙ্গে ৪৮ হাজার গাছের চারা রোপন

 ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১৮ জুলাই॥
মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ স্মরণে সারা দেশের সঙ্গে নীলফামারী জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। এ সময় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
আজ বুধবার সকালে ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক এই কর্মসুচির আনুষ্ঠানিকভাবে উদ্ধোধনের পর নীলফামারী সদর উপজেলাধীন ইটাখোলা পাটোয়ারী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ইটাখোলা কালীতলা উচ্চ বিদ্যালয়ে এই গাছের চারা রোপনের সুচনা করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শাহীনুর আলম।
এ ছাড়া একই সঙ্গে জেলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন ভুইয়া, ডোমার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে ফাতিমা, ডিমলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহার, জলঢাকা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তর কুমার রায়, কিশোরীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কালাম আজাদ ও সৈয়দপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বজলুর রশীদ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থেকে গাছের চারা রোপন করে।
সুত্র মতে, মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ স্মরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারা দেশে একদিনে যে ৩০ লাখ গাছের চারা রোপন করা হচ্ছে এর মধ্যে নীলফামারী জেলার ৬ উপজেলার ৬০ ইউনিয়ন ও চারটি পৌরসভা এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৪৭ হাজার ৯৯৫ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়। এর মধ্যে জেলা সদরে ১০ হাজার ৮৯০টি, ডোমার উপজেলায় ৮ হাজার, ডিমলা উপজেলায় ৮ হাজার ৭৫টি, সৈয়দপুর উপজেলায় ৬ হাজার ৯০০টি, কিশোরীগঞ্জ উপজেলায় ৪ হাজার ১২০টি এবং জলঢাকায় ১০ হাজার ১০টি। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেয়। #

পুরোনো সংবাদ

নীলফামারী 1756101298943754694

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item