আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সোহরওয়াদী বাপ্পিকে নৌকার মাঝি হিসেবে দেখতে চায় কুড়িগ্রাম রাজারহাট বাসী

স্টাফ রিপোটার :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী নেতা সোহরওয়াদী বাপ্পিকে নৌকার মাঝি হিসেবে দেখতে চায়  কুড়িগ্রাম রাজারহাট বাসী ।  বাংলাদেশের স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আর্দশ বুকে ধারণ করে ও ডিজিটাল বাংলার রুপকার রংপুরের পুত্রবধূ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা সামনে রেখে, নির্যাতিত নিপীরিত মানুষের সাথে নিয়ে কাজ করে যাচ্ছেন কুড়িগ্রাম রাজারহাট সদর ইউপি চেয়ারম্যান সোহরওয়াদী বাপ্পি । তিনি কুড়িগ্রামের রাজারহাটের সাবেক এমপি মরহুম আদুল্লাহ সোহরওয়দীর পুত্র । রাজনৈতিক পরিচয়  ছাত্র জীবনে রংপুর জিলা স্বুলের ছ্ত্রা থাকা অবস্থায় ছাত্রলীগের রাজনীতির চর্চা শুরু করেন । এইচএসসি পড়া কালীন সময়ে সাবেক রাষ্ট্রপতি এরশাদ সৈরাচার বিরোধী আন্দোলনে ঝাপিয়ে পড়েছিলেন। এরপর কারামাইকেল ছাত্রলীগের সাথে মাঠ পর্যায়ে কাজ করা শুরু করেন । ১৯৯৮ সালে রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন সোহরওয়াদী বাপ্পি, সে সময় সাধারণ সম্পাদক ডলার, যুগ্ন সাধারণ সম্পাদক মরহুম শহীদ হোসেন শামীম সহ সকলে ছাত্রলীগের কর্মী তৈরী করার কারিগড় ছিলেন । তৃণমুল নেতা কর্মী দের প্রাণ ছিল এসব নেতারা, পরে জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক হন সোহরওয়াদী বাপ্পি । সে সময় তিনি তার বাবা আ”লীগের এমপি মরহুম আবদুল্লাহ সোহরওয়াদীর বঙ্গবন্ধর আদর্শে দেশের মানুষের স্বপ্ন বাস্তবায়নের কাজগুলো শেষ করার জন্য রাজারহাট বাসীকে নিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচন করেন কিন্তু ৯০০ ভোটের ব্যবধানে হেরে যান আওয়ামী নেতা সোহরওয়াদী বাপ্পি।  ২য় বার উপজেলা নির্বাচনের সময় তিনি ভোট পান ২৪ হাজার ও জয়ী প্রাথী পান ২৮ হাজার । স্থানীয়সুত্রে জানা গেছে আসলে বাবা এমপি ছিল তার ছেলেকে রাজারহাটে যেন অবস্থান তৈরী করতে না পারে সে জন্য দলের কিছু লোক দলের বিপক্ষে কাজ করেছেন । কিন্তু বর্তমানে রাজারহাট ৯টি ইউনিয়নের তৃণমুল নেতা কর্মীরা এ প্রতিবেদককে বলেন যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজারহাট থেকে নৌকার মাঝি হিসেবে আওয়ামী নেতা সোহরওয়াদী বাপ্পিকে দেখতে চাই । এ বিষয়ে বাপ্পি বলেন বাব-দাদার আমল থেকে আমার পরিবার আওয়ামীলীগ করে আসছে বাবা এমপি ছিলেন ও তিনি স্বাধীনতার স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবরের আস্থাভাজন ব্যাক্তি ছিলেন । বাপ্পী আর বলেন আমি দলকে ভালবাসি , আমার যদি লোভ- লালোসা থাকতো  তাহলে আমার বাসাটা অট্রালিকা হত । ডিজিটাল বাংলার রুপকার রংপুরের পুত্রবধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমে আজ বাংলাদেশ একটি মধ্যবতী উন্নয়নশীল দেশ পরিনত হয়েছে। তা এই কুড়িগ্রাম বাসী ও দেশের সাধারন মানুষকে বুঝতে হবে।

পুরোনো সংবাদ

নির্বাচন 5780177698429333917

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item