কুড়িগ্রাম উলিপুরের সরকারী খাল বিল থেকে বালু উত্তোলনের রমরমা ব্যবসা

আশিকুর,কুড়িগ্রাম প্রতিনিধিঃ 
উলিপুরের ধামশ্রেণী বিজয়রাম তবকপুর এলাকার বুড়িতিস্তা খেওয়াঘাট সংলগ্ন কৃষিজমির সীমানা ঘেষা পাউবো এর লিজ নেয়া খালবিল ও নালাগুলোতে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনে ফসলি জমিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে মর্মে প্রশাসনে এলাকাবাসির অভিযোগ, উত্তেজনা চরমে অাইনশৃংখলা অবনতির অাশংকা,যে কোন সময় এলাকার জমি মালিক ও কৃষকদের সাথে বালু উত্তোলন সিন্ডিকেট ব্যবসায়ীদের সংঘর্ষ হতে পারে। এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত জমি মালিকদের পক্ষে দড়িচর পাচপারা নিবাসী মৃত হোসেন অালীর পুত্র মোঃউমর অালী এ বিষয়ে প্রতিকার চেয়ে পা,উ,বো কুড়িগ্রাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা উলিপুর ও উলিপুর থানায় লিখিত অভিযেগ করেছেন। অভিযোগে বিজয়রাম তবকপুর নিবাসী মৃত কাজিম উদ্দিনের পুত্রদ্বয় মোঃ নওশের অালী ও মোঃ লেবু মিয়া অনেকদিন যাবত ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ ভাবে বিভিন্ন সরকারী খাল বিল থেকে বালু উত্তোলনের রমরমা ব্যবসা চালিয়ে অাসছে। গত ২৪/০৬/১৮ইং তারিখে নওশেদ গং অভিযোগকারি উমর অালীর পাটক্ষেত জমি সীমানায় খাস খতিয়ানের ১৪ শতক খালের উপর ৩ টি পুকুর ভরাটের ৩০হাজার বালু উত্তোলনের চুক্তি নিয়ে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন শুরু করেন। এতে অাশেপাশের কৃষিজমির পার ভেঙে যাওয়া ও ভবিষ্যতে অারো ক্ষতির অাশংকা থেকে বিকেলে নিষেধ করতে গেলে কথাকাটাকাটি র এক পর্যায়ে মোঃ নওশেদ অালী গং উমর অালী ও অন্যান্য জমি মালিকদের হুমকিপ্রদর্শন করেন। ঐ দিন রাত্রেই উমর অালী বাদী হয়ে উলিপুর থানায় লিখিত অভিযোগ করেন। এলাকাবাসী অতিদ্রুত ড্রেজার মেশিনে বালু উত্তোলনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। রিপোর্ট প্রকাশের পুর্বমুহুর্ত পর্যন্ত মুঠোফোনে ইউএনও কে পাওয়া যায়নি তবে পুলিশ প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে বলে বক্তব্য পাওয়া গেছে।

পুরোনো সংবাদ

কুড়িগ্রাম 7043605983202681191

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item