কোটা সংস্কারে ৭ সদস্যের কমিটি করে প্রজ্ঞাপন

ডেস্ক: প্রজাতন্ত্রের কর্মে নিয়োগের ক্ষেত্রে বিদ্যামান কোটা পদ্ধতি পর্যালোচনা, সংস্কার ও বাতিল করার জন্য সাত সদস্যের কমিটি গঠন করেছে সরকার। ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে এ কমিটি।

সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

কেবিনেট সচিবকে আহ্বায়ক করে কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পাবলিক সার্ভিস কমিশন- পিএসসির সচিব ও প্রধানমন্ত্রীর দফতরের ভারপ্রাপ্ত সচিবকে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোমিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, প্রজ্ঞাপনটি কিছু সময়ের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

কোটা সংস্কার নিয়ে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণের নেতাদের ওপর হামলা এবং নতুন কর্মসূচির মধ্যেই এই কমিটি গঠন করা হলো। শনি থেকে সোমবার পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা করে ছাত্রলীগ নেতাকর্মীরা। বেশ কয়েকজন নেতাকে গ্রেফতারও করা হয়।

পুরোনো সংবাদ

প্রধান খবর 7402880116988606950

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item