‘কাঁকন বিবি’র চরিত্রে সিমলা

বিনোদন- 
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ২০টির মতো অপারেশনে অংশ নেন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত কাঁকন বিবি। এই সাহসী নারীকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন শহিদুল হক খান। ‘কাঁকন বিবি’ নামের ছবিটির প্রধান চরিত্রে থাকছেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী সিমলা।

মঙ্গলবার সন্ধ্যায় বিএফডিসির ৮ নম্বর ফ্লোরে এস এইচ প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য ছবিটির মহরত অনুষ্ঠিত হয়।

শহিদুল হক খান বলেন, ‘কাঁকন বিবির চরিত্রে সিমলাকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। খাসিয়া সম্প্রদায়ের মেয়ে ছিলেন কাঁকন। তার চেহারার সঙ্গে অনেকটা মিল রেখেই অভিনেত্রী পছন্দ করা হয়েছে।’

আরো জানান, জুলাইয়ের শেষ সপ্তাহে শুটিং শুরু হবে। বেশির ভাগ দৃশ্যায়ন হবে সুনামগঞ্জে। তবে কিছু অংশের শুটিং পুবাইলেও হতে পারে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সিমলাসহ অন্য শিল্পীদের সঙ্গে উপস্থিত ছিলেন কাঁকন বিবির মেয়ে সখিনা, কবি হাসান হাফিজ ও পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। সভাপতিত্ব করেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।

একাত্তরে নিখোঁজ স্বামীর সন্ধানে বের হয়ে কাঁকন বিবি ধরা পড়েন পাকবাহিনীর হাতে। শিকার হন নিষ্ঠুর নির্যাতনের। পরবর্তীতে ছাড়া পেয়ে যুক্ত হন স্বাধীনতার সংগ্রামে। শুরুতে পাকবাহিনীর বিপক্ষে মুক্তিবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করেন। পাশাপাশি সম্মুখযুদ্ধে অংশ নেন।

‘কাঁকন বিবি’ পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য, সংলাপ ও সংগীত পরিচালনাও করছেন শহিদুল হক খান।

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 5749818089515238792

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item