জলঢাকায় বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

মর্তুজা ইসলাম,জলঢাকা,নীলফামারী প্রতিনিধিঃ
স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদের স্বরণে এবারের বৃক্ষরোপন কর্মসূচীতে সারাদেশের ন্যায় এক সাথে ৩০ লাখ বৃক্ষরোপনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র বৃক্ষরোপনের সাথে সাথে নীলফামারীর জলঢাকায় এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। বুধবার সকালে পৌরসভার দুন্দিবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি আম গাছের চারা রোপনের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, সহকারী কমিশনার(ভূমি)জহির ইমাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, প্রাথমিক শিক্ষা অফিসার কাজল কুমার রায়, উপজেলা বন কর্মকর্তা এ,কে,এম রেজাউল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সাইফুর রহমান পিকু, উপজেলায় কর্মরত সকল সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারবৃন্দ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল কুমার রায়সহ এলাকার গন্যমাণ্য ব্যাক্তিবর্গ।
উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায় জানান,মাননীয় প্রধানমন্ত্রী  বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধনের সাথে সাথে উপজেলার কলেজ,মাদ্রাসা,উচ্চ বিদ্যালয়,প্রাথমিক বিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে  ১০ হাজার ১০টি বিভিন্ন জাতের চারা রোপন করা হয়।

পুরোনো সংবাদ

নীলফামারী 3721108718721605287

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item