গাইবান্ধার সুন্দরগঞ্জে পুলিশ কনস্টেবলসহ ৭ মাদক কারবারীর জরিমানা

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

    গাইবান্ধার সুন্দরগঞ্জে গ্রেপ্তারকৃত পুলিশ কনস্টেবলসহ ৭ মাদক কারবারীর প্রত্যেকের ৮ হাজার করে ৫৬ হাজার টাকা জরিমানা আনাদায়ে ৩ মাসের করে কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
    রবিবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট- এসএম গোলাম কিবরিয়া ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ আদেশ প্রদান করেন। এরআগে ভোরে গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ- এসএম আব্দুস সোবহানের নেতৃত্বে এসআই মামুন-উর- রশীদ, এসআই জসীম উদ্দীন, এসআই আলম বাদশাসহ অন্যান্য অফিসারগণ সঙ্গীয় ফোর্সনিয়ে অভিযান চালিয়ে উপজেলার রামজীবন ইউনিয়নের ভবানীপুর মৎস্য চাষ প্রকল্প এলাকা থেকে মাদক কারবারীদেরকে গ্রেপ্তার করেন। অর্থদন্ডে দন্ডিতদের মধ্যে সুমন মিঞা লালমনিরহাটের আদিতমারী থানায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত।  স্থানীয়রা জানান, সুমন মিঞা পুলিশ কনস্টেবল হিসেবে উক্ত থানায় কর্মরত থাকার সুবাদে প্রতিনিয়তই ছুটি না নিয়েই মোটরসাইকেলযোগে কর্মস্থল থেকে নিজ বাড়ি এসে  দাপটের সঙ্গে এসব মাদকদ্রব্য সরবরাহ করে থাকেন। সীমান্ত ডিঙ্গিয়ে আসা ছাড়াও  তার কর্মরত থানা এলাকার বিভিন্ন মাদক আখড়া থেকে বিভিন্নভাবে এসব মাদকদ্রব্য সংগ্রহ করেন। এ তথ্য জানিয়ে স্থানীয়রা অভিযোগ করেন, পুলিশ কনস্টেবল সুমন মিঞা কর্তৃক সরবরাহকৃত ও সংগৃহীত মাদকদ্রব্যে স্থানীয়ভাবে যুব সমাজ মাদকাসক্ত হয়ে পড়ছে। তার সরবরাহকৃত মাদক দ্রব্যের মধ্যে রয়েছে- ইয়াবা ট্যাবলেট, গাঁজা,  ফেন্সিডিল, অফিসার চয়েস ইত্যাদী। তাকেসহ গ্রেপ্তারকৃত অন্যান্য মাদক কারবারী  সকলেই তার নিকটতম প্রতিবেশী ও বন্ধু- বান্ধব। সুমন তার আমদানীকৃত এসব মাদক দ্রব্য এদের মাধ্যমে সরবরাহ বা বাজারজাত করা ছাড়াও যৌথভাবে সেবনের আসরে বসেন। এরা হলেন-  এনামুল হক রিজু, আনিছুর রহমান, মশিউর রহমান, আব্দুল হান্নান, ঘগোয়া  সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহঃ শিক্ষক- আব্দুর রহিম ও সুন্দরগঞ্জ বালিকা উচ্চ  বিদ্যালয়ের সহঃ শিক্ষক- বেলাল হোসেন। তাদের মধ্যে একজন বীর- মুক্তিযোদ্ধার পুত্র হলেও এনামুল হক রিজু সাবেক ছাত্রলীগ নেতা- খলিলুর রহমান মামুন হত্যা মামলার আসামী। অন্যান্যদের মধ্যে অধিকাংশই একাধিক নাশকতা মামলার আসামী। আর সুমনের বাবা মামুন হত্যা মামলাসহ একাধিক নাশকতা মামলার আসামী। তিনি শিবরাম মোঃ হোসেন স্মৃতি স্কুল ও কলেজের সহঃ শিক্ষক। পুলিশ কনস্টেবল সুমন মিঞার ব্যাপারে আদিতমারী থানা অফিসার ইনচার্জ- মাসুদ রানা জানান, কনস্টেবল সুমন মিঞার বাড়ি  সুন্দরগঞ্জ থানার রামজীবন ইউনিয়নের ভবানীপুর গ্রামে। সে কোন প্রকার ছুটিতে ছিল  না। ছুটি ছাড়াই সুমন মিঞা তার নিজ বাড়িতে ঘন ঘন চলে যেতো।

পুরোনো সংবাদ

গাইবান্ধা 8538600782580152894

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item