পাগলাপীরের ফলমুলের বাজার এখন পেয়ারার দখলে

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
আম আনারস ও নটকোর ফলের স্বাদ শেষ হতে না হতেই রংপুরের ব্যস্ততম বানিজ্যিক বন্দর পাগলাপীরের ফলমুলের বাজার এখন পেয়ারার দখলে।  পেয়ারা দেখতে যেমন রুচি সম্মত, তেমনি খেতেও সুস্বাদু। দাম ক্রেতা সাধারনের হাতের নাগালে থাকায় পাগলাপীর অঞ্চলের ধনী গরিবসহ সকল শ্রেণির ক্রেতা সাধারন স্বাচ্ছন্দে ক্রয় করছেন লোভনীয় সুস্বাদু ফল এই  পেয়ারা। সরেজমিনে ঘুরে দেখা গেছে, পাগলাপীর বন্দরের ফলমুল ব্যবসায়ীরা হাড়িভাঙ্গা আম, আনারস ও নটকোর সঙ্গে পাল্লা দিয়ে বিক্রি করছেন কেজি পেয়ারা। তবে আমের কেজি ৯০/১০০ টাকা, আনারস এর জোড়া ৮০/১০০ টাকা ও নটকো ৬০/৮০ টাকা কেজি দরে বিক্রি হলেও কেজি পেয়ারা বিক্রি হচ্ছে মাত্র ৪০ টাকা কেজি দরে। পেয়ারা ব্যবসায়ী জোনাব আলীসহ অন্যান্যরা এ প্রতিবেদককে জানান, এসব জাতের কেজি পেয়ারা সাধারনত নাটোর, কুষ্টিয়া, গাজীপুর থেকে আমদানী করা হয়েছে। এছাড়াও স্থানীয়ভাবে কেজি পেয়ারা আমদানী ব্যাপক। কেজি পেয়ারা দেখতে যেমন রুচিসম্মত তেমনি খেতেও সুস্বাদু।

পুরোনো সংবাদ

রংপুর 6390399613645969289

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item