ডোমার থানার নতুন এস আই পরিচয়ে প্রতারনা,বাবা ও ছেলে আটক

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর ডোমারে পুলিশ পরিচয়ে প্রতারনা করার সময় রংপুর আলম নগর সেনপাড়া এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে আবুল কালাম আজাদ (৫০) ও তার ছেলে মাইদুল ইসলাম রাহি (১৬) কে আটক করেছে এলাকাবাসী।আজ রবিবার দুপুরে তাদের আটক করা হয় ।যানাযায় ডোমার বাজার মসজিদ মার্কেটে কাউন্সিলর আহসান হাবিব এর হিমি বস্ত্রালয়ে ও যুবরাজের লিপন গার্মেন্টসে গিয়ে রাশেদ নাম পরিচয় দিয়ে বাপ ছেলে মিলে প্রায় ২৫ হাজার টাকার শাড়ী, লুঙ্গী ও থ্রিপিছ নেয়। থানায় গিয়ে স্ত্রী সন্তানদের দেখীয়ে পছন্দ করে ফেরত নিয়ে আসবে বলে জানায়।
থানার উল্টো পথে তাদের ব্যবহৃত মোটর সাইকেল ডিসকভার ১৩৫ সিসি যার নম্বর রাজশাহী ল- ১১-২৫১০ যোগে রওনা হওয়ায়  সন্দেহ হয় দোকান মালিকের ।দোকান মালিক ডোমার পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব মোটরসাইকেল নিয়ে তাদের  পিছু নেয় । উপজেলার আন্ধারুর মোড় এলাকায় পালানোর সময় পিতা-পুত্রকে  আটক করে ডোমার থানা পুলিশের নিকট সোপর্দ করে  । আবুল কালাম আজাদ  ও তার ছেলে মাইদুল ইসলাম রাহি বর্তমানে জলঢাকা উপজেলার আলা এন্ড ব্রাদার্স পেট্রোল পাম্প এলাকায় গত ৮ মাস ধরে অবস্থান করছে। তারা বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে এধরনের প্রতারনা করে আসছে বলে জানান যায়। তাদের কাছ থেকে দোকানের মালামাল ও ডিসকাভার ১৩৫ সিসি একটি মোটর সাইকেল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে অফিসার ইনচার্জ মোকছেদ আলী জানান। 

পুরোনো সংবাদ

নীলফামারী 8904945021442859507

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item