ডোমারে বিল্ডিং ধসের কারণে খোলা আকাশের নিচে চলছে শিশুদের পাঠদান।

আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে বিল্ডিং ধসের কারণে খোলা আকাশের নিচে চলছে শিশুদের পাঠদান কার্যক্রম। এতে দির্ঘদিন শীত,বর্ষা গরমে খোলা আকাশের নিচে ক্লাস করায় অসুস্থ্য হয়ে শিশুরা স্কুল বিমূখ হয়ে পড়ছে। সরেজমিনে দেখা যায়, উপজেলার পাঙ্গা পটুকপুর ইউনিয়নের ৪০নং উত্তর পাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গত ১০ বছর পূর্বে ডোমারের ঠিকাদারী প্রতিষ্ঠান চায়না কন্সাসটাকশন এর স্বত্বাধীকারী অমিত কুমার দাস নয়ন ৩টি রুম নির্মান করেন। এতে নি¤œ মানের সামগ্রী দিয়ে দায়সারা কাজ করায় অল্পদিনে বিল্ডিংয়ে ভাটলসহ ধস শুরু হয়। বিশেষ করে বিল্ডিংয়ের ছাদে, প্লাষ্টারে ও বিম গুলোতে বালুর সাথে সিমেন্টের পরিমান কম দেয়ায় ছাদ খোসে শিক্ষার্থী ও শিক্ষকদের মাথায় ঝড়ে ঝড়ে পড়ছে। এতে করে শিক্ষার্থী/ শিক্ষকগণ ভয়ে ও আতংকে দিনাতিপাত করছে। যার কারণে খোলা আকাশের নিচে ক্লাস করতে হচ্ছে বলে বিদ্যালয়ে সভাপতি শাহাজালাল জানান। সহকারী শিক্ষক বাবু কালীপদ রায় জানান, সময়ের সাথে পাল্লা দিয়ে ছাত্র/ছাত্রী সংখ্যা বাড়লেও, সে হারে শ্রেনী কক্ষ বাড়েনি, বাহিরে ক্লাশ করায় অভিভাবকগণ তাদের শিশুদের বিদ্যালয়ে যেতে নিষেধ করে, দিনে দিনে শিক্ষার্থী উপস্থিতি কমে যাচ্ছে এবং শিক্ষার মান ব্যাহত হচ্ছে। বিষয়টি কর্তপক্ষকে একাধীক বার লিখিত ভাবে জানিয়ে কোন ফল হচ্ছে না। উপজেলা সহকারী শিক্ষা অফিসার সোহেল শাহাজাদা দুঃখ প্রকাশ করে বলেন, আসলে বিল্ডিংটি ঝুকিপূর্ণ, ভাল কাজ না করার কারণে অল্প সময়ের মধ্যে ফাটল ও ধস শুরু হয়েছে। আমরা ঝুকি পূর্ণের তালিকা পাঠিয়েছি, ইঞ্জিনিয়ার ভুল তথ্য পাঠানোর কারণে বরাদ্ধ হচ্ছে না, সংশোধনী পাঠালে আগামীতে রিপিয়ারিং এর বাজেট আসতে পারে। কতৃপক্ষের নিকট বিদ্যালয়টির সমস্যা সমাধানের জোর দাবী জানান এলাকাবাসী।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 7242016759134641335

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item