ডিমলায় তিন স্কুল ও মাদ্রাসা ছাত্রীর বাল্যবিয়ে

বিশেষ প্রতিনিধি॥
নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাঁপানি ইউনিয়নে দুইটি ও টেপাখড়িবাড়ী ইউনিয়নে ১টি সহ তিনটি বাল্য বিয়ের ঘটনা ঘটেছে। যোগযোগ ব্যবস্থা দুর্গম হওয়ায় রাতে আধারে এই বাল্য বিয়ে সম্পন্ন করা হচ্ছে। 
জানা যায়, গতকাল শনিবার(৭ জুলাই) রাতে দক্ষিন সোনাখুলি গ্রামের জাহিদুল ইসলামে মেয়ে ও সোনাখুলি জহরতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী জেসমিন আক্তারের বিয়ে হয় দক্ষিন গয়াবাড়ী গ্রামের নুরুজ্জামানের সাথে।
ঝুনাগাছ চাঁপানি ইউনিয়নের মানবাধিকার কর্মী জাহাঙ্গীর আলম বলেন, স্কুল ছাত্রী জেসমিনের বিয়ের সময় একটি প্রভাবশালী মহলের উপস্থিতিতে বিয়ে হয়েছে। এ সময় এলাকাবাসী ইউএনও, পুলিশকে মোবাইল ফোনে অবগত করেও বাল্য বিয়েটি বন্ধ করতে পারেনি।
এলাকাবাসীর অভিযোগ ঝুনাগাছ চাঁপানি ইউনিয়নের নিকাহ রেজিষ্টার আইয়ুব আলী বাল্য বিয়ে সম্পন্ন করার হোতা। তিনি তার ভাতিজা ময়নুল ইসলাম মানিককে দিয়ে বাল্য বিয়ে করিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে।

অপরদিকে একই দিন রাতে সোনাখুলি গ্রামের সুভাস চন্দ্র রায়ের মেয়ে ও চাঁপানি সোনাখুলি সৈকত নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী শুধা রানীর বিয়ে হয় একই এলাকার ননী চন্দ্র রায়ের ছেলে জয়কান্ত রায় (১৫) সঙ্গে। এদিকে টেপাখড়িবাড়ী ইউনিয়নের দক্ষিন খড়িবাড়ী তেলির বাজার দোলাপাড়া গ্রামের অপিসার মিয়ার মেয়ে ও দক্ষিন খড়িবাড়ী দাখিল মাদ্রাসার ৯ম শ্রেনীর ছাত্রী শারমিনের বিয়ে হয়।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার সাংবাদিকদের বলেন, আমি নিজে জানার পর পুলিশ প্রশাসন ও ইউপি চেয়ারম্যানকে বাল্যবিবাহ বন্ধ করতে বলেছিলাম। পরবর্তীতে কোন সংবাদ না পাওয়ায় আমি বাল্যবিবাহ হয়নি মর্মে নিশ্চিত ছিলাম।

এ ব্যাপারের ডিমলা থানায় ওসি মফিজ উদ্দিন শেখ সাংবাদিকদের বলেন, বাল্যবিয়ের ঘটনার বিষয়টি আমার জানা নেই। বাল্য বিবাহের ঘটনায় পুলিশ যাওয়ার নিয়ম নেই। ইউএনও ও ইউপি চেয়ারম্যান উপস্থিত হলে পুলিশ সেখানে যেতে পারত।
ঝুনাগাছ চাঁপানী ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান বলেন, বাল্যবিবাহ ঘটনায় প্রশাসনকে অবগত করা হয়েছিল।

ঝুনাগাছ চাঁপানি নিকাহ রেজিষ্টার আইয়ুব আলী বলেন, আমি তো রাতের বেলা কোন বিয়ের অনুষ্ঠানে যাই না। আমার প্রতিনিধি হিসেবে ভাতিজা ময়নুল ইসলাম মানিক গিয়ে থাকে। নিজে না গিয়ে ভাতিজা দিয়ে বাল্যবিবাহ সম্পর্ন করার নিয়ম আছে কিনা জানতে চাইলে কোন উত্তর না দিয়ে তিনি ফোনটি বন্ধ করে দেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 7234936723771559840

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item