ডোমার ও ডিমলায় পৃথক ঘটনায় তিন মরদেহ উদ্ধার

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ৭জুলাই॥
পৃথক ঘটনায় নীলফামারীার ডোমার ও ডিমলা উপজেলায় শিশু সহ তিন মরহেদ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৬ জুলাই) রাতে ডোমার উপজেলার পূর্ব আঠিয়াবাড়ি গ্রামের অষ্টম শ্রেনীর ছাত্র চয়ন চন্দ্র রায় ওরফে মিলন(১৪) অভিভাবকদের গালমন্দ খেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে গ্রামের ললিত চন্দ্র রায়ের ছেলে।
অপরদিকে এইদিন রাতে মাছ ধরতে গেলে বিষধর সাপের কামড়ে উপজেলার শেওটগাড়ি গ্রামের ওমর ফারুক (৩৮) মারা যায়। ওমর ফারুক ওই গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে।
এদিকে নদীর পানিতে ডুবে ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ সুন্দরখাতা সিংঙ্গাহারা ব্রিজ এলাকায় গতকাল শুক্রবার (৬ জুলাই) দুপুরে চার বছরে শিশু আব্দুর রহিমের মৃত্যু হয়। শুক্রবার দুপুরে খেলার ছলে শিশুটি নদীতে ভেসে যায়। ওই দিন সন্ধ্যা নদীতে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে  ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটি ওই এলাকার মিজানুর রহমানের ছেলে।
ডোমার থানার ওসি মোকছেদ আলী ও ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনায় পৃথক তিনটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়।

পুরোনো সংবাদ

নীলফামারী 982158375698879928

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item