উলিপুরে সড়ক দুর্ঘটনায় নির্বাচন কর্মকর্তা নিহত

হাফিজুর রহমান হৃদয়, কু‌ড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় মিঠু কুমার (৩২) নামে এক নির্বাচন কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার উলিপুর-নাজিমখান সড়কের মাঠেরপাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় গুরুতর আহত রাইনুল ইসলাম নামে অপর এক নির্বাচন কর্মকর্তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মিঠু কুমার উপজেলার কাজিপাড়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি ও রাহেনুল ইসলাম উপজেলা যুব উন্নয়ন অফিসের অফিস সহকারী।
জানা গেছে, উপজেলার দলদলিয়া ইউনিয়নের বসারবাজার এলাকার বীরেন্দ্র নাথের পুত্র মিঠু কুমার ও একই এলাকার বদরুল ইসলামের পুত্র রাহেনুল ইসলাম সকালে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য মোটরসাইকেলে রওনা হন। সকাল সাড়ে ৬টার দিকে মাঠেরপাড় নামকস্থানে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি বালু ভর্তি ট্রলিকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে মিঠুর মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পাশের পুকুরে পড়ে যায়। এলাকাবাসী গুরুতর অসুস্থ অবস্থায় তাদের উলিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিঠুকে মৃত ঘোষণা করেন। রাহেনুলকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।প্রসঙ্গত, গত ১০ মে কুড়িগ্রাম-৩ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য একেএম মাঈদুল ইসলামের মৃত্যুতে আসনটি শূন্য হয়। এ আসনে আজ বুধবার উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মিঠুর কুমার উপজেলার বজরা ইউনিয়নের ১১৬ নং কেন্দ্র সাদুয়া দামারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পোলিং অফিসার ও রাহেনুল ইসলাম ৪নং নারিকেলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পোলিং
অফিসার ছিলেন।

পুরোনো সংবাদ

নির্বাচিত 595578039065362871

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item