কক্সবাজারে বাংলাদেশ ক্রেডিট ইউনিয়নের ২দিনব্যাপী ফোরামের উদ্বোধন

মর্তুজা ইসলাম, কক্সবাজার থেকেঃ
"ক্রেডিট ইউনিয়নের টেকসই উন্নয়ন" এই শ্লোগানকে সামনে রেখে, বাংলাদেশ ক্রেডিট ইউনিয়নের ২ দিনব্যাপী ফোরামের উদ্বোধন করা হয়। দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব) এর আয়োজনে কক্সবাজার হোটেল সী প্যালেসে ২দিনব্যাপী এই ফোরামের উদ্বোধন করেন অনু্ষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক  ড. আতিউর রহমান। দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব) এর সভাপতি জোনাস ঢাকী'র সভাপতিত্বে অনু্ষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক আব্দুল মজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. এম আবু ইউসুফ, কক্সবাজারের জেলা প্রশাসক কামাল হোসেন ও এসোসিয়েশন অব এশিয়ান কনফেডারেশন অব ক্রেডিট ইউনিয়নস (আকু) এর প্রধান নির্বাহী কর্মকর্তা এলিনেটা ভি. সান রকে প্রমু্খ।
অনু্ষ্ঠানের শুরুতেই সুচনা বক্তব্য রাখেন কালব কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি এমদাদ হোসেন মালেক। এসময় উপস্থিত ছিলেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব) এর ভাইসচেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ, ট্রেজারার জয়নাল আবেদীন, ডিরেক্টর আকরাম হোসেন, ডিরেক্টর কুতুব উদ্দীন, ডিরেক্টর আলফ্রেড রায়, ডিরেক্টর আব্দুর রাজ্জাক, ডিরেক্টর মঞ্জুয়ারা, ডিরেক্টর নুর মোহাম্মদ ও অমুল্য চন্দ্র রায় প্রমুখ। এবারের ফোরামে কালবভুক্ত  বাংলাদেশ ক্রেডিট ইউনিয়নগুলোর প্রায় ৮ শত  উদ্দ্যোক্তা ও সমিতির নেতৃবৃন্দ অংশগ্রহণ করে। এর আগে শুক্রবার দিনব্যাপী হোটেল সী প্যালেস কক্সবাজারে দি কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব) এর ৩১তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়।

পুরোনো সংবাদ

নির্বাচিত 7288788294863242212

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item