রাণীশংকৈল কলেজে ফরম ফিলাপে জালিয়াতি। এলাকায় তোলপাড়

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা ॥
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজে ডিগ্রী ২য় বর্ষ ও অনার্স ১ম বর্ষের ফরম ফিলাপে ব্যাপক জালিয়াতি ধরা পড়েছে। গত ২৪ জুন রবিবার কলেজের রশিদ বই এবং কৃষি ব্যাংকে টাকা জমা দেওয়া রশিদ মেলাতে গিয়ে ঐ জালিয়াতি ধরা পড়ে। কলেজ হিসাব রক্ষক মাইনুল চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করেছেন। জানা যায়, গত ২৪ জুন রবিবার রাণীশংকৈল ডিগ্রি কলেজের ডিগ্রি ২য় বর্ষ ও অনার্স ১ম বর্ষের ফরম ফিলাপের সময় ঐ কলেজের রাষ্ট্রবিজ্ঞান অনার্সের শিক্ষক লুৎফর রহমান লিটন গোপনে প্রায় ৪০ পরীক্ষার্থীর প্রত্যেকের কাছ থেকে ৩০০০/- (তিন হাজার) করে টাকা নেন এবং তিনি কৃষি ব্যাংকের সই ও সিল জাল করে রশিদ সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের হাতে দেন। পরে কলেজে অফিসে ফরম ফিলাপের রশিদ তালিকা চেক করতে গিয়ে তালিকায় ব্যাপক গরমিল ধরা পড়ে। এ সময় সে হিসাব যাচাই করতে প্রতারিত পরীক্ষার্থী উমের আলী, মাসুদ রানা, রিতু বসাক, শেখ ফরিদ, রবিউল ইসলাম, মামসুন্নাহার সহ অন্যান্যরা প্রভাষক লুৎফর রহমান লিটনকে তিন হাজার করে টাকা দেওয়ার জন্য জানায়। সে সময় প্রভাষক লিটনকে কলেজে পাওয়া যায়নি। পরে সন্ধ্যায় এ নিয়ে কলেজে গভর্নিংবডির মিটিং বসে কিন্তু বিষয়টির কোনো সুরাহা হয়নি। এদিকে এ নিয়ে ভূক্তভোগি পরীক্ষার্থীরা চরম অনিশ্চয়তায় পড়েছে।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 4925796293519131037

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item