আখানগর দ্বী-মুখী উচ্চ স্কুলের সংস্কার কাজে অনিয়মের অভিযোগ।

আব্দুল আউয়াল  ঠাকুরগাঁও প্রতিনিধি -
ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর দ্বীমুখী উচ্চবিদ্যালয়ের মেরামত ও সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।অভিযোগে জানা যায়, আখানগর দ্বীমুখী উচ্চবিদ্যালয়ের মেরামত ও সংস্কার কাজের জন্য  ৫ লক্ষ টাকা বরাদ্দ আসে ৫% আয়কর বাদে ৪৭৫০০০,০০ (চারলক্ষ পঁচাত্তর হাজার)  টাকার বরাদ্দ পাওয়া যায়। উক্ত বরাদ্দের বিপরীতে সিডিউল মোতাবেক কোন কাজই করেন নি ঠিকাদার। বরং নাম সর্বস্ব মালামাল ব্যাবহার করে কোনমতে দায়সারা গোছের জোড়াতালি দিয়ে, রাতের আঁধারে কাজটি তড়িঘড়ি করে সম্পন্ন করায় জনমনে প্রশ্নদেখা দিয়েছে। সিডিউল মোতাবেক পাথর দেয়ার বিপরীতে নি¤œমানের খোয়া ব্যাবহার করা হয়েছে,১৯ টি জানালা লাগানোর বিপরীতে ১৪ টি  চৌকাঠ কোন পরিবর্তন করা হয়নি পুরোনো দরজা জানালার উপর রং লাগানো হয়েছে জোড়াতালি দিয়ে দায়সারা মেরামত করেছেন। অপরদিকে উন্নত মানের রং সিডিউলে উল্লেখ থাকলে ও অতিনি¤œ মানের রং লাগানো হয়েছে। এছাড়াও উক্ত কাজ ধীর গতিতে সম্পন্ন করায় ছাত্রছীত্রদের শিক্ষার ব্যাঘাত ঘটছে এবং বৃষ্টি হলে ক্লাশ রুমে পানি পড়ে।  স্কুলের প্রধান শিক্ষক, তপনকৃষ্ণ বর্মন সংবাদ মাধ্যমকে জানান সিডিউল মোতাবেক কোন কাজই করা হয়নি ও স্কুলের উপরের কোন টিন পরিবর্তন করা হয়নি। এ ব্যাপারে ঠিকাদার কে বারবার বলা সত্তে ও বিষয়টি তার কর্ণগোচর না হওয়ায় আমরা হতাশ হয়েছি। উক্ত কাজের ঠিকাদার মোঃ মকসেদ আলীর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, আমার ৫টি অপসন যেমন, ওয়াল, ফ্লোর ,দরজা জানালা সংস্কার ও রং করা আমার কাজ, আমি সবকটি করেছি। তিনি উল্লেখ করে  বলেন যে  রং টা আমারও পছন্দ হয়নি আমিতো ২৫ হজার টাকা চুক্তি দিয়েছি ওটা আবার নতুন করে নিবো এবিষয়ে ঠাকুরগাঁও জেলা  শিক্ষা প্রকৌশলী সুনিল বাবুর কাছে অভিযোগ করলে তিনি বিষয়টি তদন্ত সাপেক্ষে  স্কুলের পুনরায়  সংস্কারের ব্যাবস্থা করা হবে। প্রকৌশলী ও ঠিকাদার জানান বিষয়টি সুরাহা করার জন্য প্রধান শিক্ষককে জানানো হয়েছে।প্রধান শিক্ষক তপনকৃষ্ণ বর্মন ও স্কুলের ম্যনেজিং কমিটির সভাপতি ও চিলারং ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী অভিযোগ করার পরেও ঠিকাদার ও প্রকৌশলী স্কুল পরিদর্শন আজ পর্যন্ত করেন নি।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 395803654647096008

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item