ঠাকুরগাঁওয়ে বিআরটিসি-ট্রাক মুখোমুখি সংঘর্ষ,প্রাণ গেল হেলপারের,আহত ১৬

আব্দুল আওয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি।  
ঠাকুরগাঁওয়ে বিআরটিসির যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের হেলপার আব্দুর রহিম প্রাণ হারিয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১৫ জন। আজ সোমবার সকালে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ২৯ মাইল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আব্দুর রহিম বগুড়া জেলার সুত্রাপুরের আব্দুল বাসেদের ছেলে। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করেছে স্থানীয় ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে পঞ্চগড় থেকে ছেড়ে আসা খুলনাগামী বিআরটিসি বাস ও বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ১৬ জন আহত হয়। পরে বাসে আটকা পড়ে থাকা অবস্থায় বাসের হেলপারের ডান পা কেটে উদ্ধার করে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দুর্ঘটনায় আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানিয়েছে সদর হাসপাতাল সূত্র।

পুরোনো সংবাদ

নির্বাচিত 667369047435788384

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item