সৈয়দপুরে ঠিকাদার মোকছেদুল ইসলামের ইন্তেকাল

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 সৈয়দপুর শহরের ঠিকাদার মোকছেদুল ইসলাম গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। তিনি বেশকিছু দিন যাবৎ ডায়াবেটিস্ রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, মা, ভাই বোনসহ অসংখ্যক আত্মীয়-স্বজন,বন্ধ-ুবান্ধবসহ বহু গুনগ্রাহী রেখেন গেছেন।
আজ(বুধবার) বাদ জোহর সৈয়দপুর শহরের কয়ানিজপাড়া ঈদগাহ্ মাঠে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিকেল তিনটায় ধলাগাছ হাই স্কুল মাঠে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। তাঁর পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত নামাজে জানাজায় সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। পরে মরহুমকে  সৈয়দপুর উপজেলার ৪ নম্বর বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিন সোনাখুলী দোলাপাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে নীলফামারী - ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. শওকত চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন,নীলফামারী জেলা পরিষদ সদস্য মো. শামীম চৌধুরী, বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হেলাল চৌধুরী, বিশিষ্ট শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দীক, জাপা নেতা ফিরোজ উদ্দিন ফেরাজ, হীরা প্রিন্টার্সের স্বত্তাধিকারী  মো. সাহেদ হীরা, উন্নয়ন কর্মী প্রতাপ সরকার বিজয়, সাংবাদিক গোপাল চন্দ্র রায়, তোফাজ্জল হোসেন লুতু, তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়দেব কুমার রায়, তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান খানসহ সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
প্রসঙ্গত, মরহুম মোকছেদুল ইসলাম ছিলেন সৈয়দপুর শহরের চাঁদনগরস্থ তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা রহিলা পারভীনের স্বামী।

পুরোনো সংবাদ

নীলফামারী 8875920057111309014

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item