সৈয়দপুরে দই ফ্যাক্টরীর মালিকের ৫ হাজার টাকা জরিমানা

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :

সৈয়দপুরে একটি দই কারখানায় উৎপাদিত দইয়ের প্যাকেটের মোড়কে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ লিপিবদ্ধ না করায় দায়ে মালিকের ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ(সোমবার) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক ভেজাল বিরোধী অভিযানে ওই জরিমানা আদায় আদায় করা হয়।
 জানা গেছে, আজ(সোমবার) সৈয়দপুর শহরের গোলাহাট এলাকায় এনার্জি ডাবল দই  ফ্যাক্টরীতে এক ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর জেলা ও নীলফামারীর জেলা কার্যালয় ওই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর জেলা ও নীলফামারীর জেলা কার্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক (এডি) আফসানা পারভীন। অভিযানকালে ওই দই ফ্যাক্টরীর উৎপাদিত দইয়ের প্যাকেটের মোড়কে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখ লিপিবদ্ধ না থাকার দায়ে মালিক মো. আহাদ এর ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অভিযানকালে ওই ফ্যাক্টরীতে দই উৎপাদনে ঘনচিনি ব্যবহারের বিষয়টি প্রত্যক্ষ করে কারখানা মালিককে সর্তক করা হয়েছে।
অভিযানে সৈয়দপুর পৌরসভা স্যানিটারী ইন্সপেক্ট মো. আলতাফ হোসেন সরকার ও সৈয়দপুর থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 6047341599079419975

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item