সৈয়দপুরে অঞ্জলী মহিলা উন্নয়ন সংস্থার এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 সৈয়দপুরে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন অঞ্জলী মহিলা উন্নয়ন সংস্থা কর্তৃক বাস্তবায়িত সরকারি সেবায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি/দলিত জনগোষ্ঠি প্রবেশাধিকার নিশ্চিতকরণ প্রকল্পের এক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ জুন) সৈয়দপুর উপজেলা পরিষদ হলরুমে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশন এইড্ বাংলাদেশের (বিএফআই) প্রকল্পের সহযোগিতায় ওই সভার আয়োজন করা হয়। ক্ষুদ্র নৃ-গোষ্ঠি/দলিত যুব সম্প্রদায়ের  নেতৃত্ব ও ক্ষমতায়ন গড়ে তোলা লক্ষ্যে সৈয়দপুর পৌরসভার ৩,৭, ৯ এবং ১২ নম্বর ওয়ার্ডের যুবলিডার সদস্যদের নিয়ে ওই এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত  হয়েছে।
 এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান
 মো. মোখছেদুল মোমিন।
 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান মোছা. রওনক জাহান রিনু।
 দেশীয় স্বেচ্ছাসেবী সংগঠন অঞ্জলী মহিলা উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক  মোছা. বেবী তাবাস্সুম সভায় সভাপতিত্ব করেন।
সভার  শুরুতেই প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন অঞ্জলী মহিলা উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী মো. হুমায়ুন কবির।
অনুষ্ঠানে দলিত জনগোষ্ঠির পক্ষ থেকে  যুবলিডারা তাদের জীবন যাত্রায় নানামুখী সমস্যা, দুঃখ-কষ্ট ও সামাজিক বৈষম্যের কথা তুলে ধরেন। তারা রাষ্টের সব রকম নাগরিক সুযোগ-সুবিধা, সামাজিক অধিকার প্রাপ্তিতে উপজেলা চেয়ারম্যান কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন।
সভায় সৈয়দপুর পৌরসভার উল্লিখিত ওয়ার্ডের ক্ষুদ্র নৃ-গোষ্ঠি/দলিত সম্প্রদায়ের  যুব লিডারা  অংশ নেয়।   

পুরোনো সংবাদ

নীলফামারী 4920862707263451633

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item