সৈয়দপুরে গাউছিয়া কনফেকশনারির মালিক মাহমুদ আলমের ইন্তেকাল

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :

সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের গাউছিয়া কনফেকশনারির স্বত্ত্বাধিকারী মাহ্মুদ আলম আর নেই। তিনি  সোমবার (১৮ জুন) সন্ধ্যা ৭ টায় বার্ধক্যজনিতকারণে শহরের হাতিখানাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি তিন ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি,অসংখ্যক আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।
আজ (মঙ্গলবার) সকাল ১০টায় সৈয়দপুর শহরের হাতিখানা কবরস্থান ঈদগাহ্ মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর নামাজে জানাজায় শহরের সকল পর্যায়ের ব্যবসায়ী, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ক্রীড়াবিদ, ক্রীড়ামোদীসহ সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমকে শহরের হাতিখানা কবরস্থানে দাফন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে নীলফামারী - ৪ ( সৈয়দপুর- কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. শওকত চৌধুরী, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার, সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি আমিনুল হক, সৈয়দপুর ক্রিকেট ক্লাবের সভাপতি অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বু , সাংবাদিক কাজী জাহিদ, মিজানুর রহমান মিলন,নজির হোসেন নজু, গোপাল চন্দ্র রায়, তোফাজ্জল হোসেন লুতু শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
প্রসঙ্গত, মরহুম মাহমুদ আলম ছিলেন সৈয়দপুর ক্রিকেট ক্লাবের সভাপতি হাজী মো. আওরঙ্গজেব এর বাবা।

পুরোনো সংবাদ

নীলফামারী 4485752409013699291

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item